গুগল নতুন একটি সুবিধা যুক্ত করেছে তাদের সার্কেল টু সার্চে, যা ব্যবহারকারীদের প্রতারণামূলক বার্তা শনাক্তে সহায়তা করবে। অনলাইনে প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা এখন দৈনন্দিন সমস্যা হিসেবে দেখা যাচ্ছে। পণ্য সরবরাহ বা আর্থিক লেনদেনের হালনাগাদ তথ্যের প্রলোভনে প্রতিদিনই ব্যবহারকারীরা এ ধরনের বার্তা পান। প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন, এসব বার্তা এতটাই প্রাঞ্জল এবং বিশ্বাসযোগ্যভাবে তৈরি করা হয় যে স্বাভাবিক ব্যবহারকারীর জন্য তা কিছু সময়ের জন্য বিভ্রান্তিকর হতে পারে।
গুগলের নতুন টুল ব্যবহারকারীকে স্মার্টফোনে প্রতারণামূলক বার্তা পরীক্ষা করার সুযোগ দেয়। ব্যবহারকারীরা বার্তার লিঙ্কে ক্লিক না করেই হোম বাটন বা নেভিগেশন বার ধরে ‘সার্কেল টু সার্চ’ চালু করতে পারেন। এরপর বার্তার সন্দেহজনক অংশ আঙুল দিয়ে বৃত্তাকারভাবে চিহ্নিত করলে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ওয়েবভিত্তিক তথ্য বিশ্লেষণ করে বার্তাটি কতটা বিশ্বাসযোগ্য তা শনাক্ত করবে। যদি বার্তায় প্রতারণামূলক তথ্য থাকে, স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা প্রদর্শিত হবে। এই সুবিধা এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যাটে ব্যবহার করা যাবে।
তবে প্রযুক্তিবিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, এই টুল ব্যক্তিগত সতর্কতার বিকল্প নয়। যেকোনও সন্দেহজনক বার্তা পাওয়া মাত্রই যাচাই করা এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত লিঙ্কে ক্লিক না করার অভ্যাস গড়ে তোলা ডিজিটাল নিরাপত্তার জন্য সবচেয়ে কার্যকর উপায়। নিরাপত্তাবিশেষজ্ঞরা আরও পরামর্শ দিচ্ছেন, নামকরা প্রতিষ্ঠান বা পরিচিতির আড়ালে উপহার বা গিফট ভাউচারের প্রলোভন দেখানো হলেও লিঙ্কে ক্লিক থেকে বিরত থাকতে হবে।
সিএ/এমআর


