ইরানে চলমান বড় আকারের সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কায় ইসরাইল উচ্চ সতর্কতায় রয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিষয়টি সম্পর্কে অবগত তিনটি ইসরাইলি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করার বিষয়ে দেশটিকে কয়েকদিন ধরে সতর্ক করে আসছেন। গত শনিবার তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘সহায়তা দিতে প্রস্তুত’।
ইসরাইলের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে অংশ নেওয়া সূত্রগুলো জানিয়েছে, উচ্চ সতর্কতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সতর্কতায় কী ধরনের পদক্ষেপ অন্তর্ভুক্ত হবে, তা নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
একটি সূত্র আরও জানিয়েছে, শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে এক ফোনালাপে ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এক মার্কিন কর্মকর্তা এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
সিএ/এসএ


