দেশের বাজারে স্বর্ণের দাম আবারও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ গত ১০ জানুয়ারি রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১ হাজার ৫০ টাকা ভরিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রুপার দাম আগের মতোই অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বর্ণ বিক্রয়ের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।
এর আগে, চলতি বছরের ৮ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ৫০ টাকা করে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকায় বিক্রি হয়েছিল।
চলতি বছরে এটি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয়ের পঞ্চম ঘটনা। এ বছরের মধ্যে দাম ৩ বার বাড়ানো হয়েছে এবং ২ বার কমানো হয়েছে। ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস করা হয়েছিল।
রুপার দাম এই পরিবর্তনের বাইরে রয়েছে। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৪০ টাকায়। ২১ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়।
সিএ/এসএ


