ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নতুন হেড কোচ নিয়োগ দিয়েছে। এনজো মারেস্কা কোচের পদ ছাড়ার মাত্র চার দিনের মাথায় ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গের কোচ লিয়াম রোজেনিয়রকে দায়িত্ব দিয়েছে লন্ডনের ক্লাবটি। সাড়ে পাঁচ বছরের চুক্তিতে চেলসির ডাগআউটে আসছেন এই ইংলিশ কোচ।
চেলসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৪১ বছর বয়সী লিয়াম রোজেনিয়রের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি হয়েছে, যেখানে প্রয়োজনে আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ক্লাবের দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নে রোজেনিয়রকেই উপযুক্ত মনে করছে চেলসি কর্তৃপক্ষ।
চেলসির ব্যস্ত সূচির মধ্যেই দায়িত্ব নিচ্ছেন নতুন কোচ। বুধবার (৭ জানুয়ারি) ফুলহামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে চেলসি। এর পরদিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ক্লাবের হেড কোচ হিসেবে প্রথমবারের মতো অনুশীলন সেশন পরিচালনা করবেন রোজেনিয়র। শনিবার (১০ জানুয়ারি) এফএ কাপের তৃতীয় রাউন্ডে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ দিয়ে চেলসির কোচ হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হবে তার।
নিয়োগের পর প্রতিক্রিয়ায় লিয়াম রোজেনিয়র বলেন, চেলসি ফুটবল ক্লাবের হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়া তার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে বিনয়ী করে দেওয়ার মতো বিষয়। তিনি বলেন, এই দায়িত্বে তার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লাবকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান রোজেনিয়র।
এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) স্ট্রাসবুর্গের কোচ হিসেবে শেষ সংবাদ সম্মেলনে রোজেনিয়র নিশ্চিত করেন, চেলসির দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি মৌখিকভাবে সম্মত হয়েছেন। তিনি জানান, বিশ্বকাপজয়ী ও শক্তিশালী স্কোয়াডের একটি ক্লাবে কাজ করার সুযোগ তিনি ফিরিয়ে দিতে পারেননি।
স্ট্রাসবুর্গ টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটালের মালিকানাধীন ব্লুকো মাল্টি-ক্লাব গ্রুপের অংশ, যারা চেলসিরও মালিক। একই মালিকানার অধীনেই ফরাসি ক্লাব থেকে ইংলিশ ক্লাবে পাড়ি জমাচ্ছেন রোজেনিয়র।
চেলসিতে যোগ দেওয়ার সময় রোজেনিয়রের সঙ্গে আসছেন তার ঘনিষ্ঠ কোচিং স্টাফরাও। স্ট্রাসবুর্গের প্রথম দলের কোচ কালিফা সিসে, সহকারী হেড কোচ জাস্টিন ওয়াকার এবং হেড অব অ্যানালিসিস বেন ওয়ার্নার স্ট্যামফোর্ড ব্রিজে তার সঙ্গে যোগ দেবেন।
২০২৪ সালের জুলাইয়ে স্ট্রাসবুর্গের দায়িত্ব নেন রোজেনিয়র। তার অধীনে গত মৌসুমে লিগ ওয়ানে সপ্তম স্থান অর্জন করে দলটি, যার ফলে আট বছর পর প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে ক্লাবটি। গত শনিবার নিসের বিপক্ষে ১-১ ড্র ছিল স্ট্রাসবুর্গের হয়ে তার শেষ ম্যাচ। বর্তমানে ক্লাবটি লিগ ওয়ানে সপ্তম এবং কনফারেন্স লিগে শীর্ষ অবস্থানে রয়েছে।
স্ট্রাসবুর্গ ছাড়ার অনুভূতি জানিয়ে রোজেনিয়র বলেন, গত ১৮ মাস তার পেশাদার ক্যারিয়ারের সেরা সময় ছিল। তিনি ক্লাবটিকে ভালোবাসেন বলেই সরাসরি এসে সমর্থকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে চেলসির প্রস্তাব প্রত্যাখ্যান করা সম্ভব ছিল না বলেও জানান তিনি।
ফুলহাম ও হাল সিটির সাবেক ডিফেন্ডার রোজেনিয়র এর আগে কখনো প্রিমিয়ার লিগে হেড কোচ হিসেবে কাজ করেননি। তিনি বলেন, নিজেকে প্রস্তুত মনে না করলে তিনি এই দায়িত্ব নিতেন না। তার মতে, কিছু ক্লাব আছে যেগুলোকে না বলা যায় না, আর চেলসি তেমনই একটি ক্লাব।
এদিকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ক্যালাম ম্যাকফারলেন, যেখানে চেলসি ১-১ ড্র করে।
সিএ/এসএ


