Monday, January 12, 2026
14.3 C
Dhaka

সাড়ে পাঁচ বছরের জন্য নতুন কোচ নিয়োগ দিল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নতুন হেড কোচ নিয়োগ দিয়েছে। এনজো মারেস্কা কোচের পদ ছাড়ার মাত্র চার দিনের মাথায় ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গের কোচ লিয়াম রোজেনিয়রকে দায়িত্ব দিয়েছে লন্ডনের ক্লাবটি। সাড়ে পাঁচ বছরের চুক্তিতে চেলসির ডাগআউটে আসছেন এই ইংলিশ কোচ।

চেলসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৪১ বছর বয়সী লিয়াম রোজেনিয়রের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি হয়েছে, যেখানে প্রয়োজনে আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ক্লাবের দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নে রোজেনিয়রকেই উপযুক্ত মনে করছে চেলসি কর্তৃপক্ষ।

চেলসির ব্যস্ত সূচির মধ্যেই দায়িত্ব নিচ্ছেন নতুন কোচ। বুধবার (৭ জানুয়ারি) ফুলহামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে চেলসি। এর পরদিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ক্লাবের হেড কোচ হিসেবে প্রথমবারের মতো অনুশীলন সেশন পরিচালনা করবেন রোজেনিয়র। শনিবার (১০ জানুয়ারি) এফএ কাপের তৃতীয় রাউন্ডে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ দিয়ে চেলসির কোচ হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হবে তার।

নিয়োগের পর প্রতিক্রিয়ায় লিয়াম রোজেনিয়র বলেন, চেলসি ফুটবল ক্লাবের হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়া তার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে বিনয়ী করে দেওয়ার মতো বিষয়। তিনি বলেন, এই দায়িত্বে তার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লাবকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান রোজেনিয়র।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) স্ট্রাসবুর্গের কোচ হিসেবে শেষ সংবাদ সম্মেলনে রোজেনিয়র নিশ্চিত করেন, চেলসির দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি মৌখিকভাবে সম্মত হয়েছেন। তিনি জানান, বিশ্বকাপজয়ী ও শক্তিশালী স্কোয়াডের একটি ক্লাবে কাজ করার সুযোগ তিনি ফিরিয়ে দিতে পারেননি।

স্ট্রাসবুর্গ টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটালের মালিকানাধীন ব্লুকো মাল্টি-ক্লাব গ্রুপের অংশ, যারা চেলসিরও মালিক। একই মালিকানার অধীনেই ফরাসি ক্লাব থেকে ইংলিশ ক্লাবে পাড়ি জমাচ্ছেন রোজেনিয়র।

চেলসিতে যোগ দেওয়ার সময় রোজেনিয়রের সঙ্গে আসছেন তার ঘনিষ্ঠ কোচিং স্টাফরাও। স্ট্রাসবুর্গের প্রথম দলের কোচ কালিফা সিসে, সহকারী হেড কোচ জাস্টিন ওয়াকার এবং হেড অব অ্যানালিসিস বেন ওয়ার্নার স্ট্যামফোর্ড ব্রিজে তার সঙ্গে যোগ দেবেন।

২০২৪ সালের জুলাইয়ে স্ট্রাসবুর্গের দায়িত্ব নেন রোজেনিয়র। তার অধীনে গত মৌসুমে লিগ ওয়ানে সপ্তম স্থান অর্জন করে দলটি, যার ফলে আট বছর পর প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে ক্লাবটি। গত শনিবার নিসের বিপক্ষে ১-১ ড্র ছিল স্ট্রাসবুর্গের হয়ে তার শেষ ম্যাচ। বর্তমানে ক্লাবটি লিগ ওয়ানে সপ্তম এবং কনফারেন্স লিগে শীর্ষ অবস্থানে রয়েছে।

স্ট্রাসবুর্গ ছাড়ার অনুভূতি জানিয়ে রোজেনিয়র বলেন, গত ১৮ মাস তার পেশাদার ক্যারিয়ারের সেরা সময় ছিল। তিনি ক্লাবটিকে ভালোবাসেন বলেই সরাসরি এসে সমর্থকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে চেলসির প্রস্তাব প্রত্যাখ্যান করা সম্ভব ছিল না বলেও জানান তিনি।

ফুলহাম ও হাল সিটির সাবেক ডিফেন্ডার রোজেনিয়র এর আগে কখনো প্রিমিয়ার লিগে হেড কোচ হিসেবে কাজ করেননি। তিনি বলেন, নিজেকে প্রস্তুত মনে না করলে তিনি এই দায়িত্ব নিতেন না। তার মতে, কিছু ক্লাব আছে যেগুলোকে না বলা যায় না, আর চেলসি তেমনই একটি ক্লাব।

এদিকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ক্যালাম ম্যাকফারলেন, যেখানে চেলসি ১-১ ড্র করে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

তুর্কি উসমানি সুলতানদের ঐতিহ্যের নিদর্শন তোপকাপি প্রাসাদ

তুরস্কের উসমানি সুলতানরা একসময় মক্কা, মদিনা, বাগদাদ ও জেরুজালেমসহ...

ভয়েস ক্লোনিং প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন প্রায় সব ক্ষেত্রেই...

সম্পর্ক উন্নয়নের জন্য ভদ্রতার ৮ কার্যকর কৌশল

আজকের তাড়াহুড়োপূর্ণ জীবনযাত্রায় ভদ্র, সহানুভূতিশীল এবং প্রিয় ব্যক্তি হিসেবে...

ত্বকের ক্ষতি রোধে এড়িয়ে চলুন এই পাঁচটি জিনিস

মুখের ত্বকের যত্নের জন্য আমরা নানা ধরনের উপকরণ ব্যবহার...

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ

শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী বা যে কোনো ধরনের সভা, সমাবেশ ও...

ভোর, দুপুর, সন্ধ্যা: শীতে কবে ব্যায়াম করা নিরাপদ

শীতকাল শরীরচর্চার জন্য এক আদর্শ সময় হলেও, এ সময়ে...

মানুষ কেন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে

প্রকৃতির নির্জন নিস্তব্ধতায়, রাতের আকাশে অগণিত নক্ষত্র মিটমিট করে...

ইসলামে অধিকারবোধ: আল্লাহর হক বনাম বান্দার হক

ইসলাম মানুষের জীবনকে দুটি গুরুত্বপূর্ণ অধিকারের ওপর প্রতিষ্ঠিত করেছে—আল্লাহর...

আজানের জবাব দেয়ার নিয়ম ও ফজিলত

আজান একটি আরবি শব্দ। এর অর্থ ডাকা বা আহ্বান...

নীরব ইবাদতেই লুকিয়ে আছে বড় প্রতিদান

অনেকের ধারণায় ইবাদত বলতে মূলত চোখে দেখা যায়—এমন আমলকেই...

জান্নাতের পথে সহায়ক সুরা বাকারার শেষ দুটি আয়াত

পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা বাকারা শেষ দুই আয়াতে এক...

প্রযুক্তির বাইরে মানবিক আকাঙ্ক্ষার কথা বলল চ্যাটজিপিটি

এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিশ্বজুড়ে কৌতূহলের পাশাপাশি শঙ্কাও...

হাতের স্মার্টওয়াচে হার্ট, ইসিজি ও পেশীর স্বাস্থ্য নজর

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্ট গ্যাজেট কোম্পানি শাওমি তাদের নতুন...

ব্যক্তিগত তথ্য ফাঁস ঠেকাতে স্মার্ট গ্যাজেট ব্যবহারে সতর্কতা

স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাবলেট—যে কোনো স্মার্ট গ্যাজেটই মাঝেমধ্যে নষ্ট...
spot_img

আরও পড়ুন

তুর্কি উসমানি সুলতানদের ঐতিহ্যের নিদর্শন তোপকাপি প্রাসাদ

তুরস্কের উসমানি সুলতানরা একসময় মক্কা, মদিনা, বাগদাদ ও জেরুজালেমসহ দক্ষিণ-পূর্ব ইউরোপ, রাশিয়া, পশ্চিম এশিয়া, উত্তর-পূর্ব আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল শাসন করতেন। সেই বিশাল...

ভয়েস ক্লোনিং প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন প্রায় সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। কাজ সহজ ও দ্রুত করতে এআই যেমন সহায়ক হচ্ছে, তেমনি এর অপব্যবহারও বাড়ছে...

সম্পর্ক উন্নয়নের জন্য ভদ্রতার ৮ কার্যকর কৌশল

আজকের তাড়াহুড়োপূর্ণ জীবনযাত্রায় ভদ্র, সহানুভূতিশীল এবং প্রিয় ব্যক্তি হিসেবে খ্যাত হওয়া কঠিন মনে হলেও, বিশেষজ্ঞরা কিছু বিজ্ঞানসম্মত কৌশল তুলে ধরেছেন যা অন্যের পছন্দনীয় হয়ে...

ত্বকের ক্ষতি রোধে এড়িয়ে চলুন এই পাঁচটি জিনিস

মুখের ত্বকের যত্নের জন্য আমরা নানা ধরনের উপকরণ ব্যবহার করি। মসৃণ ও কোমল ত্বক পেতে সঠিক সৌন্দর্যচর্চা গুরুত্বপূর্ণ। তবে কখনো কখনো কিছু সাধারণ জিনিস...
spot_img