ফুটবলপ্রেমীদের জন্য আজ রাতটি হতে যাচ্ছে চরম উত্তেজনাপূর্ণ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
এল ক্লাসিকোর এই মহারণে বার্সেলোনা নামছে রেকর্ড ১৬তম শিরোপার লক্ষ্যে, আর রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ১৪তমবারের মতো ট্রফি জয়ের। শিরোপার এই লড়াই ঘিরে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের আগ্রহ তুঙ্গে।
সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে রাত ১টায়। বাংলাদেশ ও ভারতে কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। তবে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে সরাসরি ম্যাচটি দেখা যাবে।
ইউরোপের দর্শকদের জন্য ভিন্ন ভিন্ন সম্প্রচার মাধ্যম রয়েছে। যুক্তরাজ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় TNT Sports ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। স্পেনে স্থানীয় সময় রাত ৮টায় Movistar-এর পর্দায় দেখা যাবে এল ক্লাসিকো। একই সময়ে ফ্রান্সে L’Équipe, ইতালিতে Cronache, নেদারল্যান্ডসে Ziggo এবং জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে Sportdigital-এর মাধ্যমে ম্যাচটি উপভোগ করা যাবে। তুরস্কে স্থানীয় সময় রাত ১০টায় ম্যাচটি সম্প্রচার করবে TRT।
আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্থানীয় সময় সকাল ১১টায় এবং নিউ ইয়র্কে দুপুর ২টায় ESPN চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচটি। কানাডার ভ্যানকুভারে সকাল ১১টায় ও মন্ট্রিলে দুপুর ২টায় একই চ্যানেলে ম্যাচটি সম্প্রচার হবে। ব্রাজিলে স্থানীয় সময় বিকেল ৪টায় ESPN-এর পর্দায় দেখা যাবে এই ফাইনাল। আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে Flow Sports, Flow TV, WIN, SERVISKY, AMERICA TV ও MERIDIANO TV ম্যাচটি সম্প্রচার করবে।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্য অঞ্চলেও রয়েছে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। উত্তর আফ্রিকার দেশগুলোতে Thmanyah-এর মাধ্যমে ম্যাচটি দেখা যাবে। সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, ঘানা, ক্যামেরন ও জাম্বিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশে Startimes World Football ও SPORTY চ্যানেলে সম্প্রচার হবে। আরব দেশগুলো ও ইরানেও Thmanyah ম্যাচটি দেখাবে।
এশিয়ার বিভিন্ন দেশে চীন, কোরিয়া ও জাপানে স্থানীয় ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচটি উপভোগ করা যাবে।
টানা চতুর্থবারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কাতালানদের সামনে রেকর্ড গড়ার হাতছানি, আর লস ব্লাঙ্কোদের লক্ষ্য শিরোপার সংখ্যা বাড়ানো। মর্যাদার এল ক্লাসিকোতে শেষ হাসি কার মুখে ফুটবে, সেই অপেক্ষায় প্রহর গুনছে পুরো ফুটবল বিশ্ব।
সিএ/এসএ


