নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা ব্যানার হাতে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনের নেতৃত্ব দেন চাকরি প্রত্যাশী তুষার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষার্থী আফরোজা খাতুন, দোলেনা খানম, শম্পা রানীসহ অনেকে। বক্তারা বলেন, গত ৯ জানুয়ারি সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ নানা অসদুপায় অবলম্বন করা হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে।
বক্তারা দাবি করেন, নিয়োগ পরীক্ষায় সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করা বাংলাদেশের সাংবিধানিক অধিকার। তবে শুক্রবারের নিয়োগ পরীক্ষায় তা লঙ্ঘন হয়েছে। তারা দ্রুত পরীক্ষা বাতিল করে পুনরায় সুষ্ঠু পরীক্ষা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে উল্লেখিত পাঁচ দাবির মধ্যে রয়েছে— পরীক্ষা বাতিল করে দ্রুত পুনঃপরীক্ষার আয়োজন করা, সকল চাকরি পরীক্ষা ঢাকায় নেওয়া এবং প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার ব্যবস্থা রাখা। এছাড়া একটি স্বতন্ত্র কমিটি গঠন করে সকল পরীক্ষা তদারকি করা, একই দিনে একাধিক পরীক্ষা না নেওয়া, আগের বছর প্রশ্ন ফাঁসের রেকর্ড থাকা প্রতিষ্ঠানকে প্রশ্ন প্রণয়নের দায়িত্ব না দেওয়া এবং প্রশ্ন ফাঁস প্রমাণিত হলে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা।
এর আগে শহরের দয়ালের মোড় থেকে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ বের করে মুক্তির মোড়ে পৌঁছান। উল্লেখ্য, নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যসহ ১৮ জনকে আটক করা হয়েছিল।
সিএ/এএ


