পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণিতে পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত যুবকের নাম অনিক (২০)। এই ঘটনায় গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে ভুক্তভোগীরা থানায় হাজির হয়ে অভিযোগ দাখিল করেছে।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে অনিক তার পরিচিত এক স্কুলছাত্রীকে নিজ বাসায় আসার প্রস্তাব দেন। ওই ছাত্রী একা না গিয়ে তার আরেক বান্ধবীকে সাথে নিয়ে অনিকের বাড়িতে যান। সেখানে যাওয়ার পর অনিক তাদের দু’জনকেই কৌশলে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুই শিক্ষার্থী থানায় এসে অভিযোগ করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। অভিযুক্ত অনিককে গ্রেফতারে অভিযান চলছে।
নিজস্ব প্রতিবেদক,
বাউফল,পটুয়াখালী


