Monday, January 12, 2026
17.2 C
Dhaka

বরিশাল-৫ আসনে জামায়াতের প্রার্থী নিয়ে অনিশ্চয়তা

বরিশাল সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়া হবে কিনা—এ প্রশ্নকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসলামী দলগুলোর জোটগত সমঝোতা, অতীত নির্বাচনী অভিজ্ঞতা এবং বর্তমান রাজনৈতিক সমীকরণ—সব মিলিয়ে আসনটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জোট সংশ্লিষ্ট দলগুলো।

সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দলীয় তৎপরতা এবং নির্বাচন পরিচালনা কমিটির গঠনে ভিন্ন ভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে করে বরিশাল-৫ আসনে কে চূড়ান্ত প্রার্থী হবেন—তা নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে।

এই আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম নিজ নিজ দলের মনোনয়নপত্র দাখিল করেছেন। সম্প্রতি মোয়াযযম হোসাইন হেলালকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ওই কমিটির অন্য কোনো সদস্য এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হননি। এতে করে বরিশাল-৫ আসনে জামায়াত সরাসরি প্রার্থী দেবে কিনা—এই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির ছাড়া আর কেউ একাধিক আসনে মনোনয়ন দাখিল করেননি। সুতরাং একটি আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই থাকে।’ তিনি আরও বলেন, ‘বরিশাল-৫ আসনটি জোট বিবেচনায় জামায়াতের দাবির মধ্যেই থাকব।’

মোয়াযযম হোসাইন হেলাল জানান, ‘জোটের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, বরিশাল-৫ আসনে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি এককভাবে জামায়াতের সিদ্ধান্ত নয়; বরং পুরোপুরি জোটগত সমঝোতার ওপর নির্ভর করছে।

এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান জামায়াতের সিদ্ধান্তকে আরও জটিল করে তুলেছে। দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম প্রকাশ্যে এই আসনকে তাঁদের ‘আমিরের আসন’ বলে দাবি করেছেন। পাশাপাশি তিনি এই আসনের সঙ্গে আরও একটি আসনে মনোনয়ন দাখিল করেছেন, যা জোট আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

এই প্রেক্ষাপটে জামায়াতের ভেতরেই আলোচনা চলছে—জোটের বৃহত্তর স্বার্থে বরিশাল-৫ আসনে সরাসরি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা বাস্তবসম্মত হবে কিনা। তবে এ বিষয়ে এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

তবে একটি সূত্র জানিয়েছে, বরিশাল সদর আসনটি ইসলামী আন্দোলনকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জোটের মেয়র প্রার্থী হিসেবে জামায়াতের মোয়াযযম হোসাইন হেলালকে দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে।

নির্বাচনী ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন ফয়জুল করিম। তিনি ১১ দশমিক ৩০ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হন। ২০০৮ সালের নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১১ দশমিক ৬০ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফয়জুল করিম এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান। হাতপাখা প্রতীকে তিনি পেয়েছিলেন ২৭ হাজার ৬২ ভোট। পরে ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৩৩ হাজার ৮২৮ ভোট পান। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যদিকে, বরিশাল সদর আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইতিহাস শক্ত অবস্থানের ইঙ্গিত দেয় না। ১৯৯১ সালে এরশাদ সরকারের পতনের পর অনুষ্ঠিত উপনির্বাচনে জামায়াতের বরিশাল জেলা আমির আবুল হাসানাত মো. নুরুল্লাহ অংশ নিয়ে পেয়েছিলেন পাঁচ হাজার ৭০৪ ভোট। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী মোয়াযযম হোসাইন হেলালের প্রাপ্ত ভোট ছিল চার হাজার ৬৬৭। এরপর আর কোনো জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াত সরাসরি প্রার্থী দেয়নি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

আধুনিক যুগে মসজিদের হারানো প্রভাব ও পুনর্জীবন

মদিনার পবিত্র ভূমিতে প্রথম আজানের ধ্বনি যখন প্রতিধ্বনিত হয়েছিল,...

শাহাদাত কেন ইসলামে সর্বোচ্চ সম্মান

ইসলামি জীবনদর্শনে শাহাদাতকে ইবাদতের সর্বোচ্চ শিখর হিসেবে বিবেচনা করা...

নতুন বছরে সম্পর্ক টিকিয়ে রাখতে যেসব অভ্যাস জরুরি

ভালোবাসা মানে কেবলই একে অপরের ওপর নির্ভরশীল হওয়া নয়,...

কেন সম্পদ ও সন্তানের চেয়ে সৎকাজ শ্রেষ্ঠ

মানুষ স্বভাবতই সৌন্দর্যপ্রিয় এবং প্রাচুর্যের মোহে আচ্ছন্ন। পবিত্র কোরআনের...

খাওয়ার ও শ্বাসপ্রশ্বাসের শব্দে অস্বস্তি: কারণ ও প্রতিকার

কেউ কেউ দৈনন্দিন জীবনের সাধারণ শব্দের প্রতি অতিরিক্ত সংবেদনশীল।...

সহজ কৌশলে শীতের বিদ্যুৎ সাশ্রয়

শীতকালে বিদ্যুৎ ব্যবহারের ধরনে বড় পরিবর্তন আসে। গরম কাপড়ের...

লিভার সুস্থ রাখার সহজ অভ্যাস ও ওজন নিয়ন্ত্রণ

লিভারে অতিরিক্ত চর্বি জমা বিভিন্ন শারীরিক জটিলতার কারণ হতে...

স্মার্ট রিপ্লাই ও অটো ড্রাফটে সময় বাঁচবে ব্যবহারকারীদের

ডিজিটাল যুগে ই-মেইল লেখা এবং দ্রুত উত্তর দেওয়ার চাপ...

সিঁড়ি পার হতে সক্ষম নতুন রোবট ভ্যাকুয়াম

বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬-এ...

শীতে মাথার ত্বকে সাদা চামড়া উঠলে সতর্ক থাকুন, হতে পারে সোরিয়াসিস

শীতের মরশুমে অনেকেরই মাথার ত্বকে সাদা চামড়া উঠতে থাকে।...

শীতে সুস্থ থাকতে খাদ্যতালিকায় যা রাখবেন

খাবার শুধু শরীরের জ্বালানি নয়, রোগ প্রতিরোধেরও অন্যতম হাতিয়ার।...

নতুন ভেরা রুবিন সুপারকম্পিউটার আনছে এনভিডিয়া

বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি প্রদর্শনী সিইএস ২০২৬-এ কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বচালিত...

ঢাকা–করাচি রুটে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৯ জানুয়ারি...
spot_img

আরও পড়ুন

চ্যাটজিপিটি ব্যবহারে শিক্ষার্থীদের চিন্তাশক্তি হ্রাসের আশঙ্কা

২০২১ সালের নভেম্বর মাসে প্রযুক্তি জগতে এক নতুন মাত্রা যোগ করে মাইক্রোসফটের ওপেনএআই চ্যাটজিপিটি নামের এআই চ্যাটবটটি। এটি মানুষের জীবনে নানা দিক থেকে সুবিধা...

আধুনিক যুগে মসজিদের হারানো প্রভাব ও পুনর্জীবন

মদিনার পবিত্র ভূমিতে প্রথম আজানের ধ্বনি যখন প্রতিধ্বনিত হয়েছিল, তখন থেকেই মসজিদ ছিল কেবল নামাজ বা ইবাদতের কেন্দ্র নয়। এটি ছিল একটি সমাজ ও...

শাহাদাত কেন ইসলামে সর্বোচ্চ সম্মান

ইসলামি জীবনদর্শনে শাহাদাতকে ইবাদতের সর্বোচ্চ শিখর হিসেবে বিবেচনা করা হয়। এটি এমন এক গৌরবময় মৃত্যু, যা একজন মুমিনকে জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছে দেয়। কোরআন...

নতুন বছরে সম্পর্ক টিকিয়ে রাখতে যেসব অভ্যাস জরুরি

ভালোবাসা মানে কেবলই একে অপরের ওপর নির্ভরশীল হওয়া নয়, বরং নিরাপত্তা, আস্থা ও গভীর যোগাযোগের জায়গা তৈরি করা। সম্পর্ক টিকিয়ে রাখতে ও আরও দৃঢ়...
spot_img