দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৭ জানুয়ারি থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। সম্প্রতি দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত (রচনামূলক) পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য কম্পিউটার (তাত্ত্বিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত সেগুনবাগিচা হাইস্কুল কেন্দ্রে।
এছাড়া কম্পিউটার (তাত্ত্বিক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার (ব্যবহারিক) পরীক্ষা আগামী ২১ জানুয়ারি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা পর্যায়ক্রমে এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
সিএ/এসএ


