রজব মাস ইসলামে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাসম্পন্ন একটি মাস। আল্লাহ তায়ালা এই মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। ইসলামের চারটি সম্মানিত মাসের মধ্যে রজব অন্যতম। ইসলামের আবির্ভাবের আগেও আরব সমাজে এই মাস সম্মানের সঙ্গে পালন করা হতো। পরবর্তীতে কোরআন ও হাদিসে রজব মাসকে হারাম বা সম্মানিত মাস হিসেবে স্বীকৃতি দেওয়ায় এর মর্যাদা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
রজব মাস হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস। ‘রজব’ শব্দের অর্থ সম্মান করা বা মর্যাদা দেওয়া। ইতিহাসে এই মাসকে ‘রজবু মুযার’ নামেও ডাকা হতো। আল্লামা ইবনে হাজার আসকালানী (রহ.) বলেন, মুযার গোত্র এ মাসকে অন্যদের তুলনায় বেশি সম্মান করত বলেই এই নামকরণ প্রচলিত হয়।
পৃথিবীর সূচনালগ্ন থেকেই আল্লাহ তায়ালা সময়ের হিসাব নির্ধারণ করে দিয়েছেন। তিনি বারো মাসের মধ্যে চারটি মাসকে হারাম বা সম্মানিত করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা কোরআনে ইরশাদ করেন— নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাস বারটি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে; এর মধ্যে চারটি মাস সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না।
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে এই চারটি সম্মানিত মাসের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই সময় যেমন আবর্তিত হচ্ছিল, আজও তেমনই আবর্তিত হচ্ছে। এক বছরে বারো মাস। এর মধ্যে চারটি মাস সম্মানিত। তিনটি ধারাবাহিক—জিলক্বদ, জিলহজ ও মুহাররম। আর একটি হলো রজব, যা জুমাদাল উখরা ও শাবানের মাঝামাঝি অবস্থিত।
জিলক্বদ, জিলহজ, মুহাররম ও রজব—এই চার মাসকে আল্লাহ তায়ালা বিশেষ নিরাপত্তা ও মর্যাদা দিয়েছেন। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী, রজব মাস ওমরা আদায়ের জন্য উপযোগী সময়, আর বাকি তিনটি মাস মূলত হজের সঙ্গে সম্পৃক্ত।
আল্লামা ইবনে কাসীর (রহ.) বলেন, হারাম মাস চারটি—তিনটি একসঙ্গে এবং একটি আলাদা। হজ ও ওমরা পালন সহজ ও নিরাপদ করার জন্যই এসব মাসকে সম্মানিত করা হয়েছে। জিলহজের আগে ও পরে মাসগুলোকে হারাম করা হয়েছে, যাতে হজযাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারেন। একইভাবে রজব মাসকে হারাম করা হয়েছে, যেন মানুষ নির্বিঘ্নে ওমরা ও বাইতুল্লাহ জিয়ারত করতে পারে।
রজব মাস শুরু হলে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দুআ পাঠ করতেন, যা মূলত রমজানের আগমনী বার্তা বহন করে। তিনি দুআ করতেন— আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান।
এর অর্থ— হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।
সব মিলিয়ে, রজব মাস আত্মশুদ্ধি, আল্লাহভীতি ও ইবাদতের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ সময়। এই মাসের সম্মান রক্ষা করে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়াই একজন মুমিনের করণীয়।
সূত্র: কোরআন, সহিহ বুখারি
সিএ/এসএ


