পোশাকের সঙ্গে সঠিক জুতা নির্বাচন পুরো সাজকে পরিপূর্ণ করে তোলে। কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী— আর এই দর্শন মাথা থেকে পা পর্যন্ত সব কিছুর সমন্বয়ে তৈরি হয়। তাই শুধু পোশাক নয়, তার সঙ্গে মিল রেখে জুতা বাছাই করাও সমান গুরুত্বপূর্ণ।
ফ্যাশনের পাশাপাশি আরাম, রং, নকশা ও পরিবেশ— এই চারটি বিষয় মাথায় রেখে জুতা নির্বাচন করলে সাজে আসে ভারসাম্য। অফিস, অনুষ্ঠান বা দৈনন্দিন কাজে ভিন্ন ভিন্ন ধরনের জুতা প্রয়োজন হয়, আর ভুল জুতা পুরো লুক নষ্ট করে দিতে পারে।
চামড়াজাত পণ্য ও জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অরোরার স্বত্বাধিকারী আশরাফ উদ্দিন বলেন, “পোশাক নির্বাচনে যত মনোযোগ দেওয়া হয়, জুতায় ততটা কম। অথচ সঠিক জুতা পুরো ‘লুক’কে উন্নত করে।” তার মতে, জুতা শুধু সাজের অংশ নয়, এটি ব্যক্তিত্বেরও প্রতিফলন।
দৈনন্দিন ক্যাজুয়াল পোশাকে জিন্স ও টি-শার্টের সঙ্গে ক্যানভাস স্নিকার্স বা লোফার সবচেয়ে মানানসই। যারা একটু পরিপাটি স্মার্ট ক্যাজুয়াল লুক চান, তারা চামড়ার জুতা বা অক্সফোর্ড জুতা বেছে নিতে পারেন। এতে আরাম বজায় থাকে, আবার পোশাকেও আসে পরিপক্বতা।
স্কার্ট বা গাউনের ক্ষেত্রে জুতার ধরন বদলে যায়। স্কার্টের সঙ্গে হাই হিল স্যান্ডেল বা স্টিলেটো অফিস বা পার্টির জন্য মানানসই ও এলিগ্যান্ট লুক দেয়। আর স্বাচ্ছন্দ্যের জন্য ফ্ল্যাট বেলি শু বা সাধারণ স্যান্ডেল ব্যবহার করা যেতে পারে। গাউনের সঙ্গে স্ট্র্যাপ হিল বা ক্লাসিক পাম্প শু উচ্চতা ও আভিজাত্য যোগ করে, আর দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হলে ব্লক হিল বেশি আরামদায়ক।
অফিসিয়াল পরিবেশে ট্রাউজার ও শার্টের সঙ্গে লোফার বা অক্সফোর্ড জুতা সাজে পূর্ণতা আনে। তবে ক্যাজুয়াল ট্রাউজারের ক্ষেত্রে স্নিকার্স বা কনভার্স বেশি মানানসই, যা তরুণ ও প্রাণবন্ত লুক তৈরি করে।
শর্টস ও টপসের সঙ্গে স্যান্ডেল বা স্নিকার্স সবচেয়ে বেশি ব্যবহার হয়। যারা একটু স্টাইলিশ লুক চান, তারা স্লিপ-অন লোফার বেছে নিতে পারেন, যা সহজে পরা যায় এবং সাজেও আলাদা মাত্রা যোগ করে।
ঐতিহ্যবাহী পোশাকে জুতার নির্বাচন আরও গুরুত্বপূর্ণ। শাড়ির সঙ্গে হালকা স্লিম হিল বা স্ট্র্যাপ স্যান্ডেল এলিগ্যান্ট লুক দেয়, আর দৈনন্দিন ব্যবহারে ফ্ল্যাট স্যান্ডেল বা পাম্প শু মানানসই। লেহেঙ্গার সঙ্গে হাই হিল বা ঐতিহ্যবাহী নাগড়া কিংবা জুতি ব্যবহার করলে সাজে আসে ঐতিহ্য ও আরামের সমন্বয়। সালোয়ার কামিজের সঙ্গে নকশাদার নাগড়া বা হিল স্যান্ডেল বেশ মানানসই।
রংয়ের দিক থেকেও ভারসাম্য রাখা জরুরি। কালো বা বাদামি জুতা প্রায় সব ধরনের পোশাকের সঙ্গেই সহজে মানিয়ে যায়। তবে রঙিন জুতা পরলে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে নির্বাচন করা ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আরাম, কারণ দীর্ঘ সময় হাঁটা বা দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে ফ্ল্যাট বা ব্লক হিল বেশি উপযোগী। আবহাওয়া ও পরিবেশ অনুযায়ী জুতা বেছে নিলে সাজ যেমন সুন্দর হয়, তেমনি স্বস্তিও বজায় থাকে।
সিএ/এমআর


