Sunday, January 11, 2026
24.3 C
Dhaka

অন্দরসজ্জায় ভারসাম্য আনতে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

দামী আসবাব দিয়ে ঘর ভরে ফেললেই যে দেখতে সুন্দর লাগবে, এমনটি নয়। আরামদায়ক পরিবেশ তৈরিতে ঘরের আকার, আলো-বাতাসের চলাচল এবং বাজেট—সবকিছুই বিবেচনায় রাখা জরুরি।

বাসা সাজানোর ক্ষেত্রে অনেক সময় প্রধান আসবাবপত্রের মানের দিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। সোফা, চেয়ার, বিছানা কিংবা ডাইনিং টেবিলের মতো আসবাব যেন-তেন হলে পুরো ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে নিউইয়র্কভিত্তিক অন্দরসজ্জাকর ক্যাথি কুয়ো বলেন, “আয়ের সাথে সামঞ্জস্য রেখে এই ধরনের আসবাব মূল্য দিয়ে ও মান সম্মত কেনা উচিত। কারণ এগুলো অনেকদিন ব্যবহার করা হয়। আপনি নিশ্চই এক বছর পর পর ডাইনিং টেবিল বা খাট কিনবেন না।”
তিনি আরও বলেন, “তবে ঘরের সাথে মানানসই আসবাব কিনতে হবে। বিশাল সোফা কেনার চাইতে মেঝের সাথে মানানসই নিচু সোফা ঘরে আরামদায়ক পরিবেশ তৈরি করে।”

ঘরের সজ্জায় জানালার দিকে নজর না দেওয়াও একটি সাধারণ ভুল। একই প্রতিবেদনে অন্দরসজ্জা প্রতিষ্ঠান রেগান বিলিংস্লে ইন্টেরিয়রসের প্রতিষ্ঠাতা রেগান বিলিংস্লে বলেন, “পর্দা খুব বড় বা খুব ছোট হলে দেখতে খারাপ লাগে। আবার ভুল উচ্চতায় ঘরের সামঞ্জস্যতা ঠিক থাকবে না।”
তিনি পরামর্শ দেন, পর্দা এমনভাবে ঝুলাতে হবে যেন নিচের অংশ হালকা ছুঁয়ে থাকে মেঝে। তবে এজন্য রড নিচে নামানো যাবে না, এতে ঘর ছোট দেখায়। জানালার ওপরের ফাঁকা অংশ যেন পর্দা দিয়ে ভরে মেঝে পর্যন্ত যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে দর্জিকে বাড়তি কাপড় যোগ করার কথাও বলা যেতে পারে।

ভুল মাপের গালিচা ব্যবহার ঘরের সামগ্রিক ভারসাম্য নষ্ট করে দেয়। বিলিংস্লে বলেন, “বেমানান গালিচা ঘরের সামঞ্জস্য নষ্ট করে।” তার মতে, সঠিক মাপের গালিচা নির্বাচন করতে হলে ঘরের আসবাবের মাপ অনুযায়ী গালিচার আকার ঠিক করা প্রয়োজন।

ঘরের কোণের দিকে বিছানা রাখা আরেকটি বড় ভুল হিসেবে ধরা হয়। ওয়াশিংটনভিত্তিক অন্দরসজ্জা প্রতিষ্ঠান গেটউড ডিজাইন্সের প্রতিষ্ঠাতা জেসিকা গেটউড বলেন, “ঘরের কোণের দিকে বিছানা রাখার হল সবচেয়ে বড় ভুল।”
তিনি বলেন, “ছোট ঘর হলে ভিন্ন কথা। তবে সাধারণ মাপের ঘরের কোণের দিকে বিছানা রাখলে মনে হয় ভারসাম্য ঠিক লাগবে না।” তাই বিছানা রাখা উচিত ঘরের মাঝ বরাবর, যাতে দুপাশে খালি জায়গা থাকে এবং চলাচলে স্বাচ্ছন্দ্য পাওয়া যায়।

ঘরের সব আসবাব ও সাজসজ্জার জিনিস এক জায়গা থেকে কেনাও ঘর সাজানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করে। গেটউডের পরামর্শ, “এটা ঘর সাজানোর সেরা উপায় নয়। সরাসরি দোকানটা যেন বসিয়ে দেওয়া হয়েছে ঘরে—এমন অনুভূতি যেন না হয়। এজন্য আসবাবপত্রের মধ্যে ভিন্নতা থাকা আবশ্যক।” ঐতিহ্যবাহী জিনিস, পূর্বপুরুষের ব্যবহার করা সামগ্রী বা শিল্পকর্ম যুক্ত করলে ঘরের সাজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনেকেই সব দেয়াল আসবাব দিয়ে ঢেকে ফেলেন, যা ঘরের আরামদায়ক পরিবেশ নষ্ট করে। বিলিংস্লে বলেন, “প্রায় সবারই সাধারণ একটা অভ্যাস হল সব দেয়াল আসবাব দিয়ে ঢেকে ফেলা। এর ফলে ঘর দেখতে আরামদায়ক লাগে না।”
আরাম পেতে দেয়াল থেকে কিছুটা দূরত্ব রেখে আসবাব রাখা উচিত, যেন ঘরে নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে। সিদ্ধান্ত নিতে সমস্যা হলে পুরো ঘর পর্যবেক্ষণ করে মেঝেতে চক দিয়ে দাগ টেনে আন্দাজ করা যেতে পারে, কোথায় কোন আসবাব রাখলে দেখতে ভালো লাগবে এবং চলাচল সহজ হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নামাজ মুমিনের মেরাজ, কী বলে ইসলাম?

ইসলামে প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর নামাজ ফরজ করা হয়েছে। নামাজ...

খাইবার পাখতুনখোয়ার পৃথক অভিযানে ১২ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে...

বড় জয়ে চেলসি যাত্রা শুরু, রোজেনিয়রের আসল চ্যালেঞ্জ সামনে

এনজো মারেস্কার স্থলাভিষিক্ত লিয়াম রোজেনিয়রের কোচিং যাত্রা শুরু হলো...

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে একাদশ শ্রেণির শিক্ষার্থীর প্রাণহানি

ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২০) নামে...

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক...

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন নিয়ে আপিল

ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধতা...

বরিশাল-৫ আসনে জামায়াতের প্রার্থী নিয়ে অনিশ্চয়তা

বরিশাল সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫...

ইউক্রেনে যুদ্ধ থামলে সেনা পাঠাবে ফ্রান্স-যুক্তরাজ্য, সমর্থন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ হলে দেশটিতে সেনা মোতায়েনের পরিকল্পনা...

ছোট যমুনার পাড়ে ধস, ছয় মাসেও মেলেনি সংস্কারের উদ্যোগ

নওগাঁর বদলগাছী উপজেলার কাষ্টডোব বাঁকে ছোট যমুনা নদীর পূর্ব...

ব্যস্ত সেতু এলাকায় রিমোট কন্ট্রোল বোমা, আতঙ্ক শহরজুড়ে

ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা আলীপুর সেতুতে স্কুল ব্যাগের ভেতরে...

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ফিরল জামায়াত প্রার্থীর মনোনয়ন

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা...

আলিফ হত্যা মামলায় আরেক পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ...

৫০ শয্যার ভবন থাকলেও সেবা মিলছে ৩১ শয্যার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০...

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে চলছে বিক্ষোভ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত...
spot_img

আরও পড়ুন

নামাজ মুমিনের মেরাজ, কী বলে ইসলাম?

ইসলামে প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর নামাজ ফরজ করা হয়েছে। নামাজ মুসলমানের জীবনের অবিচ্ছেদ্য ইবাদত এবং কোনো অবস্থাতেই তা ত্যাগ করার সুযোগ নেই। নির্ধারিত সময়ে নামাজ...

খাইবার পাখতুনখোয়ার পৃথক অভিযানে ১২ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে অন্তত ১২ সন্ত্রাসী নিহত হয়েছেন। এদিকে প্রদেশের অন্য স্থানে সহিংসতায় দুই সদস্যের প্রাণ হারিয়েছে কাউন্টার...

বড় জয়ে চেলসি যাত্রা শুরু, রোজেনিয়রের আসল চ্যালেঞ্জ সামনে

এনজো মারেস্কার স্থলাভিষিক্ত লিয়াম রোজেনিয়রের কোচিং যাত্রা শুরু হলো দাপুটে জয়ে। এফএ কাপের তৃতীয় রাউন্ডে শনিবার (১০ জানুয়ারি) চেলসি চার্লটনকে ৫-১ গোলে হারিয়েছে। যদিও এটি...

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে একাদশ শ্রেণির শিক্ষার্থীর প্রাণহানি

ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে নলছিটি পৌরসভার বৈচণ্ডী এলাকায় এই...
spot_img