ইউরোপিয়ান ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিমের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল বৈঠক করেছে। শুক্রবার দুপুর ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন টিমের চিফ অবজার্ভার ইভারস আইজাবস, পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল ন্যাগি এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট ভিয়োনিয়া ম্যাডালিনা। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং নারীবিষয়ক সেল সম্পাদক নোভা।
বৈঠকে দেশের সার্বিক ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষভাবে আসন্ন নির্বাচন প্রক্রিয়া, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং এর প্রভাব নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি প্রেসার গ্রুপ হিসেবে অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই মহান ও পবিত্র প্ল্যাটফর্ম কখনোই কোনো একক রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হবে না।’
সিএ/এএ


