রাজধানী ঢাকায় বাতাসের মান শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ঢাকা ও এর পার্শ্ববর্তী ৮টি এলাকার বাতাসে চরম দূষণ দেখা দিয়েছে। এ তথ্য জানানো হয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের পর্যবেক্ষণ অনুযায়ী, বেলা সাড়ে ১১টার দিকে।
দেশের সবচেয়ে দূষিত বাতাস বর্তমানে ঢাকার পার্শ্ববর্তী গাজীপুরের কাপাসিয়ায়। এখানে একিউআই স্কোর ৬৭১, যা ৩০০-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য হয়। একই অবস্থান দেখা গেছে সাভারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায়, যেখানে বাতাসের স্কোর ৩৭৬।
রাজধানীর অন্যান্য এলাকায় বাতাসের মানও ভয়াবহ। ধানমন্ডিতে একিউআই স্কোর ৪৫৫, দক্ষিণ পল্লবীতে ৪১৮, মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ে ৩৬২, মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোরে ৩৪৮, বেচারাম দেউড়িতে ৩২২ এবং কল্যাণপুরে ৩১২। এসব এলাকার বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এছাড়া গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গোড়ান ও পীরেরবাগ রেললাইন এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রেকর্ড করা হয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ স্কোর হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর হলে খুবই অস্বাস্থ্যকর, আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
সিএ/এএ


