চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ধুমঘাট ফরেস্ট অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মসজিদিয়া চৌধুরী পাড়ার বাসিন্দা নুর আলমের ছেলে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের শিক্ষার্থী নাফিজ আহমেদ অয়ন (১৭), চট্টগ্রাম নগরের চাঁদগাঁও রিয়াজ উদ্দিন সড়কের বাসিন্দা হেলাল উদ্দিনের মেয়ে ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাতলামারীর নয়া বেপারীর সন্তান মিন্টু মিয়া (৪৫)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির এক পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করি। নিহতদের হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কের পাশে ট্রাক দাঁড়িয়ে থাকা এবং বাসের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
সূত্র: পুলিশ
সূত্র: ফায়ার সার্ভিস
সিএ/এএ


