Saturday, January 10, 2026
14.7 C
Dhaka

হরিয়ানায় ১৯ বছরে ১১ সন্তানের জন্ম, গ্রামে আলোচনার ঝড়

১৯ বছর ধরে একের পর এক কন্যা সন্তান জন্ম দেওয়ার পর অবশেষে পুত্র সন্তানের মা হয়েছেন ভারতের হরিয়ানা রাজ্যের এক গৃহবধূ। শনিবার (৬ ডিসেম্বর) ফতেহাবাদ জেলার ভুনা ব্লকের ঢানি ভোজরাজ গ্রামে ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার বিষয় হয়ে ওঠে। পুত্র সন্তান পাওয়ার আশায় ওই নারী মোট ১১ বার গর্ভধারণ করেন।

গ্রাম সূত্রে জানা যায়, ঢানি ভোজরাজ গ্রামের বাসিন্দা সঞ্জয় ও সুনীতার বিয়ে হয় প্রায় ১৯ বছর আগে। দাম্পত্য জীবনের শুরু থেকেই তাদের ইচ্ছা ছিল একটি পুত্র সন্তান। কিন্তু প্রতিবারই সুনীতা কন্যা সন্তানের জন্ম দেন। টানা ১০টি কন্যা সন্তানের পরও পুত্র সন্তানের প্রত্যাশা থেকে সরে আসেননি তারা।

সঞ্জয় জানান, তিনি কখনোই তার মেয়েদের বোঝা হিসেবে দেখেননি। বরং সব মেয়েকেই ছেলের মতো করেই গড়ে তোলার চেষ্টা করেছেন। তার বড় মেয়ের বয়স এখন ১৮ বছর, সে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। অন্য মেয়েরাও নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

আর্থিক সংকট সত্ত্বেও সঞ্জয় ও সুনীতা মেয়েদের শিক্ষা ও লালন-পালনে কোনো ধরনের অবহেলা করেননি। সীমিত আয়ের মধ্যেই সন্তানদের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছেন তারা।

গ্রামবাসীরা বলছেন, সঞ্জয়ের পরিবার সবসময়ই সাধারণ জীবনযাপন করে এসেছে। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও সন্তানদের নৈতিক শিক্ষা, আত্মসম্মান ও মানবিক মূল্যবোধে বড় করে তোলার চেষ্টা করেছে পরিবারটি। এ কারণেই এলাকাবাসীর কাছে এই পরিবারটি একটি উদাহরণ হিসেবে বিবেচিত।

পুত্র সন্তানের জন্মের সময় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সঞ্জয় তার স্ত্রীকে বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। জন্মের পর নবজাতকটি রক্তাল্পতায় ভুগছিল। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে রক্ত সঞ্চালনের ব্যবস্থা করেন। সময়মতো চিকিৎসা পাওয়ায় শিশুটির শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েকদিন হাসপাতালে থাকার পর পরিবারটি স্বস্তির নিশ্বাস ফেলছে।

পুত্র সন্তানের আগমনে পরিবারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হচ্ছে। সঞ্জয়ের মা মায়া দেবী নাতির জন্মে আবেগাপ্লুত হয়ে বলেন, ঈশ্বর তার বহুদিনের ইচ্ছা পূরণ করেছেন। দীর্ঘদিন ধরে তার একটাই আকাঙ্ক্ষা ছিল, পরিবারে একটি নাতি থাকুক। সঞ্জয়ের বাবা কাপুর সিং আগেই মারা গেছেন।

সঞ্জয় জানান, একসময় তিনি গণপূর্ত বিভাগে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০১৮ সালে চাকরি হারানোর পর মনরেগার অধীনে শ্রমিক হিসেবে কাজ করে পরিবার চালিয়েছেন। তবে গত এক বছর ধরে কাজ বন্ধ থাকায় তিনি বর্তমানে বেকার। তবুও তার মুখে হতাশার ছাপ খুব কমই দেখা যায়।

তিনি বলেন, জীবনের কঠিন পরিস্থিতিতেও কখনো পরিশ্রম থেকে পিছপা হননি। সন্তানদের জন্য যা করা সম্ভব, সবই করার চেষ্টা করেছেন। পরিস্থিতি যেমনই হোক, সন্তানদের শিক্ষা ও প্রয়োজন মেটানোই ছিল তার প্রধান লক্ষ্য।

সঞ্জয় আরও জানান, তার এক কন্যা সন্তানকে এক আত্মীয় দত্তক নিয়েছেন। বাকি নয়জন মেয়েকে স্বামী-স্ত্রী মিলে নিজেরাই লালন-পালন করছেন।

তিনি স্পষ্ট করে বলেন, ‘কন্যারা কারো চেয়ে কম নয়। যদি তারা শিক্ষিত হয়, নিজের পায়ে দাঁড়ায় এবং সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে তারাই হবে আমাদের সবচেয়ে বড় সম্পদ।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জাতীয় সরকার গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের ভিন্ন মতামত

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় সরকার...

ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, টানা প্রায়...

এনসিপি কেন্দ্রীয় নির্বাচন পরিকল্পনা কমিটি ৩১ সদস্য নিয়ে পুনর্গঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে...

ধোবাউড়ায় বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ ও জামায়াতের অর্ধশতাধিক নেতা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ...

গুলশানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন ডা. জুবাইদা রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার...

জুমার নামাজ শেষে সরাসরি অফিসে গেলেন বিএনপি চেয়ারম্যান

নিজের বাসভবন থেকে হেঁটে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছেন...

শিশুর সর্দি-কাশিতে তেল মালিশ কতটা নিরাপদ

শীত মৌসুমে শিশুদের মধ্যে সর্দি-কাশি ও বুকে কফ জমার...

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: স্বেচ্ছাসেবক নেতা বহিষ্কার

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে নাগেশ্বরী...

বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে দল ব্যবস্থা নেবে নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তফসিলে...

নারী ও শিশুসহ পাচারের চেষ্টা ধ্বংস, পাঁচ পাচারকারী আটক

কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে পাঁচ...

আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন, বেগম...

নারায়ণগঞ্জে যুবক হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তাওহীদ নামে এক যুবককে গলা কেটে...

ইউরোপিয়ান ইউনিয়ন টিমের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংলাপ

ইউরোপিয়ান ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিমের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের...

বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও দেশনায়কতার স্মরণ

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল তারেক রহমানের হাতে দিয়ে...
spot_img

আরও পড়ুন

জাতীয় সরকার গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের ভিন্ন মতামত

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় সরকার গঠন নিয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে। জামায়াতে ইসলামী নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব...

ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখেও ইসলামিক রিপাবলিক পিছু হটবে না। শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয়...

এনসিপি কেন্দ্রীয় নির্বাচন পরিকল্পনা কমিটি ৩১ সদস্য নিয়ে পুনর্গঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিকল্পনা কমিটি পুনর্গঠন...

ধোবাউড়ায় বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ ও জামায়াতের অর্ধশতাধিক নেতা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার কলসিন্দুর বাজারে আয়োজিত যোগদান...
spot_img