বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরেকে হত্যার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র রুখে দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। নিরাপত্তামন্ত্রী মাহামাদু সানা রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে জানিয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল পল অঁরি দামিবা নেতৃত্বে এই ষড়যন্ত্র সংগঠিত হয়েছিল। দামিবা ২০২২ সালের সেপ্টেম্বরে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন।
মন্ত্রী জানান, গোয়েন্দা সংস্থাগুলো সময়মতো অভিযান শনাক্ত করতে সক্ষম হয় এবং রাষ্ট্রপ্রধানকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করা হয়। তাদের লক্ষ্য ছিল বেসামরিক ব্যক্তিত্বসহ গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক স্থাপনাতেও হামলা চালানো। মাহামাদু সানা অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের অর্থায়ন করা হয়েছিল প্রতিবেশী দেশ আইভরি কোস্ট থেকে, যদিও কর্নেল দামিবা বা আইভরি কোস্ট এখনো কোনো মন্তব্য করেননি।
ত্রাওরে ক্ষমতায় আসার পর অন্তত দুইবার অভ্যুত্থানচেষ্টার মুখে পড়েছেন। পশ্চিমা প্রভাবের সমালোচনা এবং প্যান-আফ্রিকানবাদী দৃষ্টিভঙ্গির কারণে দেশ-বিদেশে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন। নিরাপত্তামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি গোয়েন্দা সংস্থার হাতে একটি ভিডিও এসেছে, যেখানে ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন। ভিডিওতে দেখা গেছে, তারা ৩ জানুয়ারি স্থানীয় সময় রাত ১১টার পর রাষ্ট্রপতিকে কীভাবে হত্যা করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করেছিলেন।
প্রসঙ্গত, ষড়যন্ত্রকারীরা রাষ্ট্রপতিকে কাছ থেকে গুলি করার অথবা তার বাসভবনে বিস্ফোরক স্থাপন করার পরিকল্পনা করেছিল। এছাড়া তারা অন্যান্য জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করারও পরিকল্পনা করেছিলেন। মন্ত্রী অভিযোগ করেন, হত্যার প্রচেষ্টায় বিদেশি অর্থায়নও ছিল; বিশেষ করে আইভরি কোস্ট থেকে প্রায় ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার প্রেরণ করা হয়েছিল।
মহামাদু সানা জানিয়েছেন, ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। খুব শিগগিরই সংশ্লিষ্টরা বিচারের মুখোমুখি হবেন। গোয়েন্দা সংস্থার এই সময়োপযোগী পদক্ষেপ প্রেসিডেন্ট ত্রাওরের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
সূত্র: বিবিসি, বুরকিনা ফাসোর সরকারি ঘোষণাপত্র
সিএ/এসএ


