ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের উদ্দেশ্যে চালানো এক মার্কিন অভিযানে অন্তত ১০০ জন নিহত এবং প্রায় একই সংখ্যক মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলো। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান। খবরটি প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড।
দিয়োসদাদো ক্যাবেলো বলেন, “আমি জোর দিয়ে বলছি—এখন পর্যন্ত ১০০ জন নিহত হয়েছেন এবং প্রায় একই সংখ্যক মানুষ আহত। আমাদের দেশের ওপর চালানো এই হামলা ছিল ভয়াবহ।” তিনি আরও দাবি করেন, অভিযানের সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আহত হন। তবে বর্তমানে তারা সুস্থতার পথে রয়েছেন এবং সম্প্রতি নিউইয়র্কের একটি আদালতে হাজিরার সময় প্রেসিডেন্টকে হাঁটতে দেখা গেছে।
এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ বলেন, প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের উদ্দেশ্যে চালানো এই হামলা যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সম্পর্কের ওপর এক “নজিরবিহীন দাগ” ফেলেছে। তবে একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল বাণিজ্য অব্যাহত রাখার পরিকল্পনার পক্ষে অবস্থান নেন।
রদ্রিগেজ বলেন, “আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে এমন একটি দাগ পড়েছে, যা আগে কখনো ঘটেনি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করা অস্বাভাবিক বা অনিয়মিত কিছু নয়।” এর আগে রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ (PDVSA) জানায়, তারা যুক্তরাষ্ট্রের কাছে অপরিশোধিত তেল বিক্রির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সিএ/এসএ


