ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা চার ঘণ্টা বিমান চলাচল ব্যাহত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করতে পারেনি।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৬টার পর থেকেই কুয়াশা ঘন হতে শুরু করে। এ সময় দৃশ্যমানতা এতটাই কমে যায় যে নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে কোনো উড়োজাহাজ উড্ডয়ন করতে পারেনি এবং কোনো ফ্লাইট অবতরণও সম্ভব হয়নি।
এর ফলে নির্ধারিত সময় অনুযায়ী ঢাকায় নামতে না পেরে একাধিক ফ্লাইট আকাশে চক্কর দিতে থাকে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় অন্তত ৮টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ‘বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়নি। তবে সকাল ৬টার পর থেকে দৃশ্যমানতা না থাকায় উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখতে হয়। পরে কুয়াশা কিছুটা কেটে গেলে সকাল ৯টা ৫২ মিনিটে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।’
বিমানবন্দর সূত্রে আরও জানানো হয়, কুয়াশার কারণে সময়মতো নামতে না পেরে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে দীর্ঘ সময় চক্কর খাচ্ছিল। অবশেষে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে অবতরণের অনুমতি দেওয়া হয় এবং একে একে ফ্লাইটগুলো রানওয়েতে নামতে শুরু করে।
সিএ/এএ


