স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, মনোনয়ন বাতিলের খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে তাকে ফোন করছেন। তবে তিনি সবাইকে আশ্বস্ত করে জানিয়েছেন, এ অবস্থাতেও তাদের কাজ পূর্ণ উদ্যমে চালিয়ে যাওয়া হচ্ছে।
শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়ায় নিয়মকানুন থাকাটা স্বাভাবিক, তবে সেই আইন প্রয়োগের ধরন হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক।
ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মকানুন থাকবেই।সেই আইনের প্রয়োগ হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক, যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা লড়াইয়ের সুযোগ পান।’ তিনি আরও বলেন, ‘যখন একজন প্রার্থীর পক্ষে মানুষের সমর্থন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, তখন ছোটখাটো কারিগরি বিষয় দেখিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’
তিনি জানান, মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হচ্ছে এবং শেষ পর্যন্ত মাঠে থেকে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ প্রসারে তিনি লেখেন, ‘আমরা আজকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছি। আপনাদের পছন্দের প্রার্থী হয়ে আমি মাঠে থাকতে শেষ পর্যন্ত লড়ে যাব।’
এর আগে দেওয়া আরেকটি পোস্টে তাসনিম জারা অর্থসংক্রান্ত একটি বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, যারা বিকাশের মাধ্যমে তাকে অর্থ পাঠিয়েছেন, তারা যেন একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করেন। ট্রানজ্যাকশন আইডি ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর সংশ্লিষ্টদের অর্থ ফেরত দেওয়া হবে। একই সঙ্গে যারা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠিয়েছেন, তাদের ক্ষেত্রেও শিগগিরই অর্থ ফেরতের প্রক্রিয়া জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
সিএ/এএ


