বরিশাল নগরীর উপকণ্ঠ সফিমিয়ার গ্যারেজ এলাকায় অগ্নিকাণ্ডে একটি মাদরাসা পুড়ে গেছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। আগুনে মাদরাসার পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দা সামসুল হুদা রিপন জানান, সফিমিয়ার গ্যারেজ এলাকার মজনু মেম্বরের মালিকানাধীন একটি আধা-পাকা টিনসেট ভবন ভাড়া নিয়ে মদিনাতুল উলুম নুরানিয়া ও হাফিজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং পরিচালিত হয়ে আসছিল। মাদরাসাটিতে প্রায় ৫০ জন আবাসিক শিক্ষার্থী অধ্যয়ন করত।
তিনি আরও জানান, ঘটনার সময় শিক্ষার্থীরা আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়েছিল। এ সময় হঠাৎ করে মাদরাসা ভবনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো ভবনটি পুড়ে যায়।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিএ/এএ


