রেকর্ড দামে আইপিএলে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিলাম থেকে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ টাকায় তাকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এটি আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড।
ঢাকা ক্যাপিটালসের সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ বলেন, মুস্তাফিজ এই মূল্যের থেকেও বেশি প্রাপ্য। তিনি বলেন, ‘ফিজ মাশাআল্লাহ বিশ্ব ক্রিকেটে পরীক্ষিত একজন খেলোয়াড়। ও যদি ৯ কোটির জায়গায় ১৮ কোটিও পেতো, এটাও অবাক হওয়ার কিছু হতো না। কারণ ও প্রাপ্য।’
তাসকিন আরও বলেন, মুস্তাফিজ আইপিএলে অনেক ম্যাচ খেলেছে এবং ভালো পারফর্ম করেছে। আইএল টি-টোয়েন্টিতেও তিনি দুর্দান্ত খেলেছেন। ‘এটা আসলে আমাকে অবাক করে না। আমি মনে করি ফিজ আরও বেশি ডিজার্ভ করে। আশা করছি এভাবে যদি হতে থাকে, আমাদের সব খেলোয়াড়দেরই কদর বাড়বে, ইনশাআল্লাহ।’
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন তাসকিন। শারজাহ ওয়ারিয়র্সের হয়ে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। ৩০ বছর বয়সী পেসার তার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘ভালোর তো আসলে শেষ নাই। যা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা তিনজন বাংলাদেশি ছিলাম, রিশাদও বিগ ব্যাশ খেলছে। আমাদের জন্য এটা ভালো অভিজ্ঞতা। ফিজ মাশাআল্লাহ অনেক ভালো করছে। আমি হয়ত মোটামুটি ভালো করেছি, রিশাদও ভালো করছে। ভবিষ্যতে আমাদের বিপিএল আছে, এটার পর বিশ্বকাপ খেলতে যাব—আমাদের জন্য ভালো প্রস্তুতি হচ্ছে।’
ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা কাজে দেবে জানিয়ে তাসকিন বলেন, ‘সত্যি বলতে এটা বড় লিগ। প্রত্যেক দলের ব্যাটিং বিভাগ অনেক শক্তিশালী। একটার পর একটা ব্যাটার আসছিল। সহজ ছিল না বোলার হিসেবে। চেষ্টা করেছি, যতটুকু হয়েছে এটা আমার ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বাড়াবে—যাতে আমি আরও ভালো করতে পারি। সংস্কৃতি অনুযায়ী, পেশাদারিত্বের দিক থেকে সবকিছু সুন্দর ছিল। ফিজ যা শিখেছে, আমি যা শিখেছি, রিশাদ যা শিখল—সবকিছু ভবিষ্যতে আমাদের বাংলাদেশ দলেও প্রভাব ফেলবে। ৫ শতাংশ হলেও উন্নতি হবে।’
সিএ/এএ


