চাঁদপুরে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’। সংগঠনের পক্ষ থেকে অর্ধশত শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯শে ডিসেম্বর) শহরের পুরাণবাজারের ১নং ওয়ার্ডস্থ নিতাইগঞ্জ জামিয়া মাদিনাতুল উলুম মুসলিম যুব সমিতি মাদ্রাসায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘বিজয়ী’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘ইনার হুইল ক্লাব অফ আরুশি’।
অনুষ্ঠানে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে এবং মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা কবির আহমেদ মমিনপুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান।
বিতরণকালে বক্তারা বলেন, তীব্র শীতে মাদ্রাসার শিক্ষার্থীদের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অভিভাবক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, মোঃ আলমগীর, মোঃ বাবু এবং বিজয়ী সংগঠনের ভলেন্টিয়ার ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে নতুন কম্বল ও খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর
সিএ/জেএইচ


