আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
২৯ ডিসেম্বর সোমবার হাইমচর উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এই মনোনয়নপত্র দাখিল করেন। শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন হাইমচর উপজেলা রিটার্নিং অফিসার।
মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী।হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী।
এ সময় হাইমচর উপজেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক একটি জনপ্রিয় নাম। আমরা আশাবাদী, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
নির্বাচনী এলাকা চাঁদপুর সদর ও হাইমচরের সাধারণ মানুষের মাঝে শেখ ফরিদ আহমেদ মানিকের প্রার্থিতাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর
সিএ/জেএইচ


