ডিসেম্বর মাসের প্রথম ২৭ দিনে দেশে মোট ২৭৫ কোটি ১৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। তবে এই সময়ের মধ্যে দেশের ৭টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, রেমিট্যান্স না পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ১টি বিশেষায়িত ব্যাংক, ২টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক।
প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরের প্রথম ২৭ দিনে বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। একই সঙ্গে বিদেশি খাতের আল ফারাহ ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও এ সময়ে কোনো রেমিট্যান্স পাওয়া যায়নি।
অন্যদিকে, একই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪৬ কোটি ৩৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ১ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯৯ কোটি ২২ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
সূত্র: বাংলাদেশ ব্যাংক
সিএ/এএ


