গোপালগঞ্জে একটি মাইক্রোবাসের ধাক্কায় বাবুল শরীফ (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচজন আহত হন।
নিহত বাবুল উপজেলার গোপিনাথপুর এলাকার বেলায়েত শরীফের ছেলে। তিনি স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ। তিনি জানান, উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকা থেকে ব্যাটারিচালিত একটি ভ্যানে বাবুলসহ আরও পাঁচজন যাত্রী গোপিনাথপুর যাচ্ছিলেন। ভ্যানটি গোপিনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।
সিএ/এএ


