পৌষের হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে পটুয়াখালীর বাউফল উপজেলার জনজীবন। বিশেষ করে উপজেলার কাছিপাড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় আজ রবিবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। ভোর থেকে শুরু হওয়া ঘন কুয়াশা সারাদিন স্থায়ী হওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কাজে স্থবিরতা নেমে এসেছে।

সরেজমিনে দেখা যায়, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিগন্তজোড়া ফসলের মাঠ ও গ্রামীণ জনপদ। কুয়াশার কারণে সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ছোট-বড় যানবাহন। তীব্র শীত আর হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। বিশেষ করে কৃষি শ্রমিকদের এই বৈরী আবহাওয়ার মধ্যেই মাঠে কাজ করতে দেখা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয় জেলা হওয়ার কারণে বাউফলে শীতের তীব্রতা কিছুটা বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন কুয়াশা ও শীতের এই দাপট আরও বাড়তে পারে।
আবদুর রহমান সৈকত, বাউফল (পটুয়াখালী)
সিএ/জেএইচ


