ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন ও চার্জশিট দাখিল করা হবে।
রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি আরও আশ্বস্ত করেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে। এ ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে এ পর্যন্ত মামলার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে এবং আর্থিক লেনদেনের সূত্র খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত এ মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ফ্যাসিস্ট, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের রাজনৈতিক দলগুলোতে আশ্রয় না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্বের সঙ্গে তদন্ত পরিচালনা করছে এবং দোষীদের আইনের আওতায় আনতেই এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সিএ/এসআর


