বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে বড় ধাক্কা আসতে যাচ্ছে। জাতীয় দলের ডাকে সাড়া দিয়ে পাকিস্তানের সাতজন তারকা ক্রিকেটার বিপিএল ছেড়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। এতে টুর্নামেন্টের উত্তেজনা ও তারকা আকর্ষণ কিছুটা হলেও কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াডে থাকা সাতজন ক্রিকেটার বর্তমানে বিপিএলে খেলছেন, ফলে খুব শিগগিরই তাদের বাংলাদেশ ছাড়তে হচ্ছে।
পাকিস্তানের যেসব ক্রিকেটার বিপিএল ছেড়ে জাতীয় দলে যোগ দিচ্ছেন, তাদের মধ্যে আছেন ফাহিম আশরাফ ও খাজা নাফে (রংপুর রাইডার্স), সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নেওয়াজ (রাজশাহী ওয়ারিয়র্স), সালমান মির্জা, সাইম আইয়ুব ও উসমান খান (ঢাকা ক্যাপিটালস)। এসব ক্রিকেটার নিজেদের পারফরম্যান্স দিয়ে চলতি আসরে দলের গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠেছিলেন।
বিপিএলের সিলেট পর্ব চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এরপর ৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। ধারণা করা হচ্ছে, এই সময়ের মধ্যেই পাকিস্তানের এই ক্রিকেটাররা বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবেন। ফলে আসরের মাঝপথেই কয়েকটি দল বড় ধরনের শক্তি হারাবে।
বিপিএলে যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের ফিরিয়ে নিচ্ছে পিসিবি, সেখানে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। বিগ ব্যাশে ব্যস্ত থাকা বেশিরভাগ ক্রিকেটারকে শ্রীলঙ্কা সিরিজের জন্য দলে রাখা হয়নি। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ রিজওয়ান এই সিরিজে নেই। তবে দলে রাখা হয়েছে শাদাব খানকে, যিনি প্রায় সাত মাস পর শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন।
শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পর আবারও বিপিএলে ফেরার সুযোগ রয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। ১১ জানুয়ারি সিরিজ শেষ হলে তারা বাংলাদেশের ফ্লাইট ধরতে পারেন। সূচি অনুযায়ী ১২তম বিপিএলের পর্দা নামবে ২৩ জানুয়ারি।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল গঠন করা হয়েছে সালমান আলী আগার নেতৃত্বে। দলে আছেন সালমান আলী আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।
সিএ/বিই


