মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারফরম্যান্সে কি তবে জয়ের পথ হারানোর ইঙ্গিত স্পষ্ট হচ্ছে? মাঠের সাম্প্রতিক চিত্র সে কথাই বলছে। বাংলাদেশ ফুটবল লিগে টানা তিন ম্যাচ ধরে জয়হীন বর্তমান চ্যাম্পিয়নরা। অষ্টম রাউন্ডে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে সাদা–কালোরা। এতে টানা দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে।
ম্যাচের শুরু থেকেই মোহামেডানকে চাপে রাখে রহমতগঞ্জ। আক্রমণাত্মক ফুটবলে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দলটি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৯ মিনিটে নেপালি ডিফেন্ডার অভিষেক লিম্বুর গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে মোহামেডান। বেশ কিছু আক্রমণ শানালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ৬৩ মিনিটে ঘানার স্ট্রাইকার স্যামুয়েল বোয়াটেং গোল করলে স্বস্তির নিঃশ্বাস ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা।
পঞ্চম রাউন্ডে পিডব্লিউডির বিপক্ষে ৪–০ গোলের বড় জয়ের পর থেকেই যেন ছন্দ হারাতে শুরু করে মোহামেডান। ষষ্ঠ রাউন্ডে বসুন্ধরা কিংসের কাছে ২–০ গোলে হার, সপ্তম রাউন্ডে আরামবাগের সঙ্গে ১–১ ড্র এবং অষ্টম রাউন্ডে রহমতগঞ্জের বিপক্ষেও একই ফল—শেষ তিন ম্যাচে জয়ের দেখা পায়নি দলটি।
এই তিন ম্যাচ থেকে মোহামেডানের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। সপ্তম রাউন্ড শেষে লিগ টেবিলের চার নম্বরে থাকা দলটি অষ্টম রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে। চ্যাম্পিয়নদের এমন নড়বড়ে পারফরম্যান্স ক্লাবটির সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।

দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসি ও ব্রাদার্স ইউনিয়নের লড়াইও ১–১ গোলে ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধে পা ওমরের পেনাল্টি গোলে ফর্টিস এগিয়ে গেলেও সেই লিড টিকেছিল মাত্র দুই মিনিট। পাল্টা গোল করে দ্রুত সমতা ফেরায় ব্রাদার্স ইউনিয়ন। এই ড্রয়ের পর ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফর্টিস।
অন্যদিকে টেবিলের তলানির দুই দলের লড়াইয়ে পিডব্লিউডিকে ২–১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব। সন্ধ্যার হাইভোল্টেজ ম্যাচে কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচে ২–১ গোলে এগিয়ে ছিল বসুন্ধরা কিংস।
সিএ/বিই


