লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার আউলিয়ার হাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় দুই সন্দেহভাজন সদস্য কৌশলে পালিয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ৮৪৬-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় মোঃ আতিক হাসান (২৫) নামক এক যুবককে আটক করা হয়। আটক আতিক পাটগ্রাম উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্ত বাজার এলাকার বাসিন্দা।
আটককৃতের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ২ ইঞ্চি প্রস্থের একটি ধারালো দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আতিকের সঙ্গে থাকা আরও দুই সহযোগী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতকরা হলেন— মোঃ জুলফিকার আলী (৩৫) ও মোঃ রহিদুল (৪২)। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, তারাও একই ইউনিয়নের বাসিন্দা।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। বিজিবির প্রাথমিক অনুমান, উদ্ধারকৃত অস্ত্রটি আত্মরক্ষার জন্য নয় বরং কোনো বড় ধরনের অপরাধ বা চোরাচালানের কাজে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, আটক যুবক ও উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তকেন্দ্রিক অপরাধ, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ টহল আরও জোরদার করা হয়েছে।
সিএ/জেএইচ


