কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় আজ শনিবার (২৭ ডিসেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়জুড়ে বিদ্যুৎ না থাকায় এসব এলাকার বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
বিদ্যুৎ সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগের কাজ চলমান থাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। একইসঙ্গে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজও করা হবে।
এই কাজের অংশ হিসেবে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রৌমারী ও চররাজিবপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হওয়ার পর পরিস্থিতি বিবেচনায় দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিডিবির নতুন লাইন সংযোগ এবং ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলেই সংশ্লিষ্ট এলাকায় যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
সিএ/এএ


