হাসান আল সাকিব
রংপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার জিয়াউর রহমান। রংপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন। রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু, শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান, সাংস্কৃতির বিকাশের জন্য হারমনিয়াম, ডুগি, তবলা প্রদান। ছাত্র -ছাত্রীদেরকে পাঠদান ও পড়ালেখায় আকর্ষণীয় করার জন্য স্কুল ব্যাগ প্রদান, টিফিন বক্স প্রদান, শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়ার জন্য কর্মশালা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা প্রদান, সঠিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য কর্মশালার আয়োজন, এ ছাড়া শিক্ষার মানোন্নয়ন এর জন্য ইউনিয়ন পর্যায়ে ভ্রাম্যমাণ লাইব্রেরী স্থাপন এ ব্যাপক ভূমিকা রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ এর জন্য রংপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনোনীত হয়েছেন।