সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের পশ্চিম কোনাগাঁতী গ্রামে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক কিশোরের বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম নাঈম শেখ (১৬)। তিনি ওই গ্রামের মো. মজনু শেখের ছেলে।
পারিবারিক সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাঈম শেখের সঙ্গে একই গ্রামের মো. আশরাফ হোসেনের মেয়ে মোছা. ফাতেমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি মেয়ের পরিবার জানতে পারলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, গত ৭ ডিসেম্বর নাঈম শেখকে ডেকে নিয়ে গিয়ে মেয়ের বাবা ও পরিবারের সদস্যরা তাকে ভয়ভীতি, হুমকি ও মারধর করেন। এ ঘটনার মানসিক চাপ ও ক্ষোভ থেকে নাঈম শেখ ওইদিন প্রেমিকার বাড়ির পাশের মোসলেমের বাগানে বিষপান করেন।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত নাঈমের স্বজনদের খবর দেন। পরে তাকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা প্রায় ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকাল ৯টা ২৭ মিনিটে নাঈম শেখ মৃত্যুবরণ করেন।
নিহতের চাচা মো. বাবুল হোসেন বলেন, আমার ভাতিজা নাঈম ও একই গ্রামের মো. আশরাফ হোসেনের মেয়ে ফাতেমার মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর মেয়ের পরিবারের লোকজন তাকে মারধর ও হুমকি দেয়। এসব ঘটনার মানসিক যন্ত্রণা সইতে না পেরে সে বিষপান করে। আমরা এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।
তিনি আরও জানান, নাঈমের মৃত্যুর ঘটনায় পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাঈম শেখের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিএ/জেএইচ


