সিরাজগঞ্জের বহুলী ইউনিয়নের ডুমুর উঁচা গ্রামে স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
থানা সূত্রে জানা যায়, গত ২৩ তারিখ সন্ধ্যা আনুমানিক ৫টা ১০ মিনিটে মোঃ রাকিবুল ইসলাম এর স্ত্রী মোছাঃ শিখা খাতুন স্বামীর বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আজ (২৪ ডিসেম্বর) দুপুরে মোছাঃ শিখা খাতুনের মা নাসিমা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে।
বাদীর অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ তারিখ সন্ধ্যা ৭টার দিকে নিহতের স্বামী ঢাকা থেকে বাড়িতে ফিরে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন এবং বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। প্রায় এক বছর আগে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হলেও বিয়ের পর থেকেই কারণে-অকারণে মেয়েকে মারধর ও মানসিকভাবে নির্যাতন করা হতো। পাশাপাশি বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা-পয়সার দাবিও করা হতো।
দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে নিহত গৃহবধূ বাড়ির ভেতরে ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিএ/জেএইচ


