ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন কয়াপাড়া এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে চলন্ত একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যানবাহন ও সাধারণ মানুষ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসাবাড়ির মালামাল বোঝাই ট্রাক (রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-১৬-৮৭০৫) কয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকে থাকা মালামালে আগুন ধরে যায়।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসকে অবহিত করে। এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ট্রাকের চালককে গাড়ি থামানোর সংকেত দিলে চালক তাৎক্ষণিকভাবে ট্রাকটি থামান। পরে স্থানীয়দের সহায়তায় মহাসড়কের পাশে কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্প থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে ট্রাকে থাকা বাসাবাড়ির কিছু মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে মালামালের প্রকৃত মালিক একটি প্রাইভেট মাইক্রোবাসে করে ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা যায়, ট্রাকে থাকা আইপিএসের ব্যাটারির সঙ্গে উপরে রাখা পাখির লোহার খাঁচার ঘর্ষণের ফলে স্পার্কিং হয়ে আগুনের সূত্রপাত ঘটে।
এ ঘটনায় কোনো হতাহত হয়নি এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ।
সিএ/জেএইচ


