প্যারিস সেইন্ট জার্মেইনের ইতিহাসে যে সাফল্য একসময় কেবল স্বপ্ন হিসেবেই বিবেচিত হতো, সেটিকেই বাস্তবে রূপ দিয়েছেন লুইস এনরিকে। ইউরোপ সেরার মুকুট জয়ের পর এবার এই সাফল্যের রূপকারকে দীর্ঘদিন ধরে ক্লাবের সঙ্গে বেঁধে রাখতে একেবারে ব্যতিক্রমী সিদ্ধান্তের পথে হাঁটছে ফরাসি জায়ান্টরা।
প্যারিস সেইন্ট জার্মেইন সূত্রে জানা গেছে, প্রধান কোচ লুইস এনরিকের জন্য এমন এক চুক্তির কথা ভাবছে ক্লাব কর্তৃপক্ষ, যা ফুটবল ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম দিওয়ারিও এস জানিয়েছে, এনরিকের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে ‘আজীবন’ চুক্তির সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।
২০২৩ সালে ক্রিস্তফ গালতিয়েরের জায়গায় পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটির চেহারা বদলে দিয়েছেন লুইস এনরিকে। তার অধীনেই গত মৌসুমে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে প্যারিসের ক্লাবটি, যা পিএসজির ইতিহাসে এক ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
এনরিকের নেতৃত্বে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৩ ম্যাচে পিএসজি পেয়েছে ৯৮টি জয়, ২৬টি ড্র ও ১৯টি হার। জয় শতাংশ ৬৮ দশমিক ৫৩, যা ক্লাবের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সেরা পরিসংখ্যান। যদিও তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, তবুও আগেভাগেই ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্ত করতে চায় ক্লাবের শীর্ষ মহল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিএসজির কর্তৃপক্ষ এনরিকের পারফরম্যান্সে এতটাই সন্তুষ্ট যে তাকে ক্লাবের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দু হিসেবে দেখছে। কেবল ট্রফি জেতাই নয়, খেলোয়াড় গড়ে তোলা, কৌশলগত দর্শন এবং ক্লাব সংস্কৃতি—সবকিছুর সঙ্গেই এনরিককে একসূত্রে বাঁধতে চায় তারা।
মাঠের সাফল্যও সেই আস্থাকে আরও শক্ত করেছে। সম্প্রতি ফরাসি কাপের ম্যাচে পঞ্চম স্তরের ক্লাব ভঁদে ফঁতনে ফুটের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় পিএসজি। ওই ম্যাচে দেজিরে দুয়ে ও উসমান দেম্বেলে একটি করে গোল করেন, পাশাপাশি গনসালো রামোস করেন জোড়া গোল।
ম্যাচ শেষে এনরিক বলেন, ‘কাপ ম্যাচে এমন পরিবেশে খেলাটা সবসময় বিশেষ। প্রতিপক্ষের মানে পার্থক্য থাকলেও আমরা ম্যাচটা গুরুত্ব দিয়ে নিয়েছি এবং খেলোয়াড়রা নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করেছে।’
২০২৫ সালকে পিএসজির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে এনরিক আরও বলেন, ‘সাধারণত মৌসুম শেষে মূল্যায়ন হয়। তবে ক্যালেন্ডার ইয়ার হিসেবে দেখলে ২০২৫ নিঃসন্দেহে ক্লাবের জন্য এক ঐতিহাসিক বছর।’
সব মিলিয়ে, পিএসজি এখন শুধু একজন সফল কোচকে ধরে রাখার চিন্তাই করছে না, বরং লুইস এনরিককে ঘিরেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। সেই লক্ষ্য পূরণেই ফুটবল ইতিহাসে নজির গড়া এক চুক্তির পথে এগোচ্ছে ফরাসি ক্লাবটি।
সিএ/জেএইচ


