দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামী বুধবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় কর্মসূচি ও প্রস্তুতিতে সরগরম হয়ে উঠেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। তারেক রহমানের আগমনকে স্মরণীয় করে রাখতে ওই দিন তাকে গণসংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে রাজধানীতে বিশাল আনন্দ মিছিল ও মহড়া করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন ও দৈনিক বাংলা এলাকা অতিক্রম করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো।
আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল ও মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী ও হাসান আলীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২৫ ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দিন হতে যাচ্ছে। দীর্ঘদিনের অন্যায় ও জুলুমের অবসান ঘটিয়ে দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নিতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
বক্তারা আরও বলেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে নেবে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
সিএ/জেএইচ


