পাকিস্তানের ডেরা ইসমাইল খান ও বান্নু জেলায় ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ফিতনা আল খাওয়ারিজের দুটি ঘাঁটিতে বিশেষ অভিযান চালিয়ে কমপক্ষে ৯ সন্ত্রাসীকে নিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
রোববার (২১ ডিসেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর বরাতে জিও নিউজ এই তথ্য জানায়। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর এই অভিযানগুলো পরিচালিত হয়। ডেরা ইসমাইল খান জেলায় সন্ত্রাসীদের অবস্থানের তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান চালায়। তীব্র গোলাগুলির পর চারজন সন্ত্রাসী নিহত হন। অন্যদিকে বান্নু জেলায় পরিচালিত অভিযানে আরও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করা হয়।
আইএসপিআর জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। এলাকা থেকে আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না তা নিশ্চিত করতে তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানে, বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তান থেকে পরিচালিত সীমান্তপারের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গত অক্টোবরে দুই দেশের মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে সংঘর্ষও হয়।
পাকিস্তান সরকার অভিযানের কয়েক দিন আগে আফগান তালেবান সরকারের কাছে কূটনৈতিক প্রতিবাদপত্র পাঠায়। এতে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) সহায়তা ও আশ্রয় দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
এর আগে ১৯ ডিসেম্বর উত্তর ওয়াজিরিস্তানে এক সন্ত্রাসী হামলায় চার পাকিস্তানি সেনা শহীদ হওয়ার পর ইসলামাবাদে আফগান দূতাবাসের উপপ্রধানকে তলব করা হয়।
সিএ/জেএইচ


