খুলনার সোনাডাঙ্গা এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদার সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় মাথায় গুলিবিদ্ধ হন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক ও নারী সংক্রান্ত অভ্যন্তরীণ কোন্দল এই ঘটনায় ভূমিকা রেখেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, রক্তের দাগের সঙ্গে গুলির খোসা, বিদেশি মদ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে আহত মোতালেবের পরিবার দাবি করেছিল, সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজের কাছে তার ওপর গুলি চালানো হয়েছে। তবে হাসপাতালে প্রাথমিক সিটিস্ক্যানের পরে দেখা যায়, গুলি মাথার ভেতরে প্রবেশ করেনি, বরং বাম পাশের চামড়া ভেদ করেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।
পুলিশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, এনসিপি নেতা রক্তাক্ত অবস্থায় পাশের আল আকসা মসজিদ গলি থেকে বের হন। একই ফুটেজে দেখা গেছে, গত রোববার রাত ১২টায় তিনি এক প্রাইভেটকারে আরও দুইজনের সঙ্গে ওই গলিতে প্রবেশ করেছিলেন।
ঘটনার সঙ্গে জড়িত বাসা থেকে বিপুল পরিমাণ মাদক, বিদেশি মদ এবং বিভিন্ন সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বাসার মালিক আশরাফুন্নাহার জানিয়েছেন, দুই মাস আগে এনজিও কর্মী পরিচয়ে তন্বী নামে এক নারী নিচ তলার ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। তবে বাড়ি ব্যবহারের সময় নিয়মিত অভিযোগ পাওয়া যাচ্ছিল।
ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “ঘরের ভেতরে সংঘটিত এই ঘটনাটি অন্তঃকোন্দলের কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত ঘটনা নির্ধারণ করা হবে।”
উল্লেখ্য, মোতালেব শিকদার পেশায় একজন ট্রাক ড্রাইভার এবং সক্রিয় যুবলীগ কর্মী ছিলেন। তিনি ২০২২ সালে ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য এবং খুলনার প্রভাবশালী মটর শ্রমিক নেতা হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি এনসিপিতে যোগদান করেন এবং জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান।
সিএ/জেএইচ


