লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস পার্কিং শেড থেকে আজ ১৯ ডিসেম্বর (শুক্রবার) সকালে এক ভারতীয় ট্রাক চালকের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
প্রাথমিক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় মৃত চালকের নাম সঞ্জিত মণ্ডল (৪০)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার বাসিন্দা বলে জানা গেছে।
বুড়িমারী স্থলবন্দরের অভ্যন্তরে কাস্টমস ইয়ার্ড বা পার্কিং শেড। সঞ্জিত মণ্ডল পণ্যবাহী ট্রাক নিয়ে বাংলাদেশে এসেছিলেন। রাতে তিনি তার ট্রাকের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। আজ সকালে সহকর্মীরা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষকে খবর দেয়।
পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
বর্তমানে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং ভারতীয় হাইকমিশন ও চ্যাংড়াবান্ধা (ভারত) বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ ভারতে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
সিএ/টিআর


