সিরাজগঞ্জ সদর থানা পুলিশ রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৫ জন ওয়ারেন্টভুক্ত ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ৩ জন বিশেষ আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং চলমান তদন্তে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, রঘুনাথপুর গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে মোঃ দারুস জামান, শিয়ালকোল শ্যামপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আইয়ুব আলী এবং চকদাস পাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে মোঃ মাসুদ রানা ওরফে কালাচাঁন। তিনি সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

অন্য গ্রেফতারকৃতরা হলেন, গয়ালা এলাকার মোঃ আশরাফুল ইসলামের ছেলে মোঃ সাবি্বর (২২), মৌলভীপাড়া এলাকার মোঃ নাজমুল হাসানের ছেলে মোঃ তৌহিদ আঃ তুর্য্য, রাঙ্গালীয়া গাতী এলাকার মোঃ রেজাউল করিমের ছেলে মোঃ হাফিজুর রহমান, রাজিবপুর এলাকার মোঃ হারুনুর রশিদের স্ত্রী মোছাঃ শেফালী বেগম এবং মাসুমপুর এলাকার বাসিন্দা মোঃ সাবি্বর হোসেন (৩৩)।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি


