চরিত্রের গভীরে ঢুকতে নিজেকে নতুনভাবে গড়ে তোলার বিষয়ে বরাবরই আন্তরিক অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের জন্য প্রয়োজন হলে শারীরিক ও মানসিক প্রস্তুতিতে কোনো আপস করেন না তিনি। এর আগেও বিভিন্ন সিনেমা ও ওয়েব কনটেন্টে চরিত্রের দাবি অনুযায়ী নিজেকে বদলে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি।
এবার তানিম নূরের পরিচালনায় নির্মিতব্য সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের জন্য উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেলেন বাঁধন। সিনেমার সুরমা চরিত্রের জন্য তিনি প্রায় ১৮ কেজি ওজন কমিয়েছেন।
গতকাল থেকে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং শুরু হয়েছে। সিনেমাটিতে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর সামাজিক মাধ্যমে বাঁধন নিজের প্রস্তুতির অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, ৭৮ কেজি থেকে ৬০ কেজিতে পৌঁছানোর এই যাত্রা মোটেই সহজ ছিল না। মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং জেনেটিক কারণে তাঁর ওজন দ্রুত বেড়েছিল। তবে চিকিৎসকের পরামর্শ, নিয়মিত অনুশীলন এবং নিজের প্রতি বিশ্বাস রাখার মাধ্যমে মাত্র ছয় মাসে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন তিনি।
বাঁধনের ভাষায়, এই পরিবর্তন শুধু শারীরিক নয়; বরং এটি আত্মবিশ্বাস, শক্তি এবং মানসিক সুস্থতার প্রতিফলন। তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন মেয়ে। বাঁধন জানিয়েছেন, মেয়েই তাঁকে নিয়মিত শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড এড়িয়ে চলতে এবং প্রতিদিন নিজেকে নতুন করে বিশ্বাস করতে উৎসাহ দিয়েছেন। মেয়ের প্রভাবই তাঁর জন্য এই সিনেমার ক্ষেত্রে নতুন ধরনের চরিত্রে অভিনয় করার অনুপ্রেরণা যোগিয়েছে।
সংবাদ সম্মেলনে বাঁধন জানান, তাঁর মেয়ে চেয়েছিল তিনি ভিন্ন ধরনের, তুলনামূলক হালকা আবহের সিনেমায় কাজ করুন– যেখানে সব সময় সিরিয়াস বা বিষণ্ন চরিত্রে দেখা যাবে না।
‘বনলতা এক্সপ্রেস’ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’-এর অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে বাঁধনের বিপরীতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এছাড়া রয়েছেন মোশাররফ করিম, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, শরিফুল রাজ, সাবিলা নূর ও শ্যামল মাওলা। সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
এদিকে বাঁধনের আরও দুটি সিনেমার কাজ শেষ হয়েছে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’-এর শুটিং ও পোস্ট-প্রোডাকশন সম্পন্ন হয়েছে, যেখানে তিনি উপজেলা নির্বাহী অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর দেশে মুক্তি পাবে সিনেমাটি। পাশাপাশি রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার কাজও শেষ করেছেন বাঁধন, যা বর্তমানে আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের প্রস্তুতিতে রয়েছে।
সিএ/এএ


