বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট ও দোয়া চেয়েছেন তাঁর ছোট মেয়ে মির্জা সাফারুহ। তিনি বলেন, রাজনীতি করার কারণে এবং
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশালী গ্রামে এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত ওই সভায় তিনি তাঁর পরিবারের রাজনৈতিক ত্যাগ ও নির্যাতনের কথা তুলে ধরেন।
মির্জা সাফারুহ বলেন, ‘আপনাদের সঙ্গে থাকার কারণে আমার বাবাকে ১১ বার জেলে যেতে হয়েছে। শুধুমাত্র রাজনীতি করার জন্য ও আপনাদের পাশে থাকার জন্য। আমার বাবা একজন রাজনীতিবিদ, সে জন্য আমাদেরকেও অনেক সাফার করতে হয়েছে। আপনারাও যেমন অত্যাচারিত হয়েছেন আমরাও কিন্তু কম অত্যাচারিত হইনি। তারপরও আমরা একটা সুদিন দেখতে চাই। সুন্দর একটা সময় দেখতে চাই।’
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হলেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁদের পরিবার লড়াই চালিয়ে যাচ্ছে। এই পথচলায় সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসাই তাঁদের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন তিনি।
উঠান বৈঠকে উপস্থিত ভোটারদের উদ্দেশে মির্জা সাফারুহ বলেন, ‘আপনারা সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দিয়ে ওনাকে আবারও বিজয়ী করবেন।’ তিনি যোগ করেন, ‘তিনি শুধু ঠাকুরগাঁওয়ের না পুরো বাংলাদেশের মহাসচিব।’
স্থানীয় নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠকের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণকারীরা রাজনৈতিক পরিবেশ, ভোটাধিকার ও গণতন্ত্র নিয়ে তাঁদের প্রত্যাশার কথাও তুলে ধরেন।
সিএ/এএ


