বরিশালে হেনস্তার ঘটনায় মুখ খুলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, আমি একটি উন্নয়ন কাজের সহযোগী চাইলাম, সেটাকে কেন্দ্র করে আমাকে হেনস্তা করা হয়েছে। আমরা সবার নাম জানি, সবাইকে চিনি, তাদের বের করে দলীয় শৃঙ্খলার ভেতর আনতে হবে। তিনি অভিযোগ করেন, এই ঘটনা একটি পরিকল্পিত চাপ সৃষ্টি করার প্রচেষ্টা।
ফুয়াদ বলেন, গতকালের (রোববার) ঘটনার সময় প্রশাসনের সবাই ছিল, কিন্তু তারা কিছুই করেনি, নিশ্চুপ ছিল। গতকালের ঘটনায় বাবুগঞ্জের প্রশাসনের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে এখানে ভালো নির্বাচন সম্ভব না। তিনি বলেন, প্রশাসনের এমন ভূমিকা নির্বাচনকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এবং নির্বাচনী পরিবেশও নষ্ট হতে পারে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশালের রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, হেনস্তার মুহূর্তে উপস্থিত বাবুগঞ্জ থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও নীরব ভূমিকার কারণে বরখাস্তের দাবি জানান তিনি। তার মতে, প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে তবে নির্বাচনে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে না।
বিএনপিকে উদ্দেশ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, দলের মধ্যে ক্রিমিনাল রেখে শহীদ জিয়ার বাংলাদেশ গড়তে পারবে না, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ গড়তে পারবেন না। তিনি বলেন, আমরা হতাশ হচ্ছি, যাদের বহিষ্কার করা হয়েছে তাদের পদ আবার ফেরত দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে এটা কোনো ভালো লক্ষণ না। এটা ৩১ দফার সংস্কারের ভাষা না। চোর-চোট্টারা আমাদের অবাঞ্ছিত ঘোষণা করে, আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করছি। আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করছি। কিন্তু এটা অসীম নয় ধৈর্য ধারণের।
সংবাদ সম্মেলনে ফুয়াদ বলেন, বরিশালের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি নিয়ে ৬-৭ জন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছিলাম, যার ফলে কিছু কাজ ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে। ছয় লেন রাস্তা ও মীরগঞ্জ সেতু এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে দেড় হাজার কোটি টাকা নিজস্ব তহবিল থেকে বাজেট দিয়ে সরকার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণের পর সেতু নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি এবং টেন্ডার পাওয়া প্রতিষ্ঠানের ওপর চাপ প্রয়োগের বিষয়টিও তার কাছে তুলে ধরা হয়।
তিনি বলেন, যেই কোম্পানিটি টেন্ডার পেয়েছে তাদের বিভিন্ন জায়গা থেকে ইট, বালু-পাথর, সাপ্লাই কাজ নেওয়ার জন্য এপ্রোজ করা হয়েছে। তবে যোগাযোগের ভাষা নিয়ে চীনা কোম্পানি মোটেই সন্তুষ্ট হয়নি। কোম্পানির কর্মকর্তারা বিষয়টি নিয়ে আমার সঙ্গে বসতে চাইলেও নিরাপত্তার কারণে আমি রাজি হইনি। তিনি অভিযোগ করেন, গত দুই মাস ধরে তার ক্যাম্পেইনে নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, থানায় গেলেও মামলা নেওয়া হচ্ছে না। প্রশাসন কোনো সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন তিনি। তার বক্তব্য, এগুলো আওয়ামী লীগের সময় দেখা যেত, এখনো একই ধারা চলছে।
বিএনপি ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সবাইকে তাদের দায়িত্ব পালন করতে হবে। তারেক রহমানের ৩১ দফার সংস্কার প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পরিবর্তনের আগে দলকে ঢেলে সাজানোর ওপর জোর দেন তিনি। তিনি আহ্বান জানান, দয়া করে শুধু গণতন্ত্রের রাজনীতি করেন।
সংবাদ সম্মেলনে এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। পরে বরিশাল প্রেস ক্লাবে একই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সিএ/ইরি


