বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির খবর দিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। সংকটাপন্ন অবস্থায় ভর্তি থাকার পরও তার এন্ডোস্কপি সম্পন্ন হয়েছে এবং পাকস্থলির রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে তারা জানিয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মেডিকেল বোর্ড এই তথ্য জানায়।
সংকটাপন্ন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব কি না—এ বিষয়ে চিকিৎসকরা বলেন, ‘ম্যাডাম ফ্লাই করতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।’ এদিকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতভাবে তার মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন।
কাতার দূতাবাস সূত্র জানিয়েছে, জার্মানি থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছান তার পুত্রবধূ ও তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি পৌঁছেই এভারকেয়ার হাসপাতালে অসুস্থ শাশুড়ির খোঁজ নেন এবং পরে ধানমণ্ডিতে মায়ের বাসায় যান। সব ঠিক থাকলে রোববার (৭ ডিসেম্বর) তিনি খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সযোগে লন্ডনে ফিরবেন।
বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াপল্টনে আয়োজিত দোয়া মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছালে রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।
সিএ/ইরি


