জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি মনে করেন, তফসিল ঘোষণা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি), তবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতার সুস্থতা ও সার্বিক রাজনৈতিক প্রস্তুতিকে বিবেচনায় রাখা প্রয়োজন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপি আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের সুবিধার জন্য পেছাবে না। দীর্ঘদিন ধরে আমাদের নির্বাচনবিরোধী বলা হয়েছে, কিন্তু আমরা নির্বাচন চাই এবং নির্বাচনের পথেই এগোতে হবে। তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার পরই এগোনো উচিত। সময়সীমা কোনো বিশেষ দলের জন্য পরিবর্তন হবে বলে মনে করি না।”
তিনি আরও বলেন, এনসিপি কারও সঙ্গে কোনো প্রকাশ্য বা গোপন সমঝোতায় যায়নি। দলকে নিয়ে বিভিন্ন অপপ্রচার হলেও শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তৃতীয় একটি জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে। “পুরানপন্থী রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা কমে গেছে। তাই আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই,” মন্তব্য করেন তিনি।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়েও এনসিপি আহ্বায়ক বলেন, সংস্কারের ধারা নির্বাচনের পরেও অব্যাহত থাকবে। নির্বাচনের পরিবেশ যথেষ্ট নয় বলে উল্লেখ করে তিনি বলেন, “তারপরও এগিয়ে যেতে হবে। ইসিকে নানা পরামর্শ দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে আমরা এগোতে পারব বলে আশা করি।”
সিএ/এএ


