বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। মা–বাবা হওয়ার পর খুশিতে ভাসছেন এই তারকা যুগল। নবজাতকের জন্মের পর থেকে ক্যাটরিনা পুরো সময়টাই সন্তানের সঙ্গেই কাটাচ্ছেন। এখনো তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে বাবা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে হাজির হয়েছেন ভিকি কৌশল।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন ভিকি কৌশল। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাবা হওয়া তাঁর জীবনের সবচেয়ে বড় ঘটনা। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, “সব সময় ভেবেছিলাম বাবা হওয়ার দিনটি আনন্দে ভরপুর হবে। কিন্তু বাস্তবে অনুভূতিটা আরও গভীর। এই মুহূর্ত আমাকে সংযত করেছে, বাস্তবের মাটিতে দাঁড়াতে শিখিয়েছে।”
তিনি আরও জানান, বাবা হওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে গেছে। নিজেকে এখন আরও দায়িত্বশীল ও সংবেদনশীল মনে হচ্ছে।
এখনো ছেলের নাম ঠিক করেননি ক্যাটরিনা–ভিকি দম্পতি। তাঁরা এখনো সন্তানকে প্রকাশ্যে আনেননি। তবে খুব শিগগিরই শিশুর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভিকি।
বিয়ের পর থেকেই কাজের ব্যস্ততা কমিয়ে দিয়েছেন ক্যাটরিনা কাইফ। গত দুই বছর তিনি কোনো নতুন চলচ্চিত্রে কাজ করেননি। সংসার ও ব্যক্তিগত জীবনে সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে সেই সংসারে এসেছে নতুন জীবনের সবচেয়ে বড় সুখবর—নবজাতকের আগমন।
ভিকি–ক্যাটরিনার এই নতুন অধ্যায় ঘিরে বলিউড অঙ্গনসহ বিশ্বজুড়ে ভক্তদের মধ্যেও চলছে আনন্দ উদযাপন ও শুভকামনার বন্যা।
সিএ/এএ


