সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবারও বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। সকাল ৯টার দিকে রাজধানীর বায়ুমান সূচক (AQI) রেকর্ড হয় ২৫২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তালিকায় ১৮৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার AQI স্কোর ছিল ২৭৫।
ছুটির দিনে যানবাহন কম চলাচল করে, কলকারখানাও প্রায় বন্ধ থাকে—যা সাধারণত বায়ুদূষণের বড় উৎস। এরপরও বায়ুমান উন্নত না হওয়ায় উদ্বেগ বাড়ছে পরিবেশ বিশেষজ্ঞদের মধ্যে। গতকাল সকালে নয়াদিল্লিকেও পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে উঠে গিয়েছিল ঢাকা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান ২০০-এর বেশি হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ বিবেচিত হয়। সম্প্রতি ২৮ নভেম্বর ঢাকার AQI ৩০০ অতিক্রম করেছিল, যা বিপজ্জনক মাত্রার সংকেত বহন করে।
ঢাকার পাঁচ এলাকায় বায়ুদূষণ বেশি
আজ সকালে রাজধানীর পাঁচটি এলাকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি রেকর্ড হয়েছে—
- মিরপুর ইস্টার্ন হাউজিং: ২৮০
- দক্ষিণ পল্লবী: ২৭১
- কল্যাণপুর: ২৬৪
- বে’জ এজ ওয়াটার: ২৩৯
- গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল: ২০৭
চলতি মাসের মাঝামাঝি থেকে ঢাকা প্রায় প্রতিদিনই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে অবস্থান করছে। পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আইকিউএয়ারের পরামর্শ
বর্তমান বায়ুমানের ভিত্তিতে আইকিউএয়ারের সতর্কতা:
- বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে
- ঘরের জানালা-দরজা যতটা সম্ভব বন্ধ রাখতে হবে
- বাইরে গিয়ে ব্যায়াম করা থেকে বিরত থাকার পরামর্শ
- ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মানুষদের বিশেষ সতর্ক হওয়ার নির্দেশ
দেশে বহুবার বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রকল্প নেওয়া হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলেই দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই উপযুক্ত সময়।


