সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন বিভিন্ন জেলা থেকে আসা দলীয় নেতাকর্মীরা। তাদের উপস্থিতির কারণে এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার দুপুরের দিকে হাসপাতাল এলাকায় এসএসএফ, বিজিবি ও পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের সামনের সড়কে কাঁটাতারের ব্যারিকেড স্থাপন করা হয়েছে।
সরকার জানিয়েছে, এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আজ নিকটবর্তী দুটি মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়ন-অবতরণ অনুষ্ঠিত হবে। এজন্য জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নেতাকর্মীদের ভিড় ও প্রতিক্রিয়া
ধামরাই থেকে আসা বিএনপির কর্মী ও ব্যবসায়ী ইব্রাহীম আলী বলেন, “নেত্রীকে দেখতে না পারলেও তাঁর শারীরিক অবস্থার খবর শুনতেই এসেছি।”
এদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে রবিউল ইসলাম জানান, তিনি ইতোমধ্যে একবার এসে গেছেন, আজ আবার নেত্রীর খোঁজ নিতে এসেছেন।
স্বাস্থ্য অবস্থা অপরিবর্তিত
হাসপাতাল সূত্র জানিয়েছে, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছে। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁর চিকিৎসা শুরু হয়। গত রোববার ভোরে অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।


